বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

নেতাই গণহত্যায় অভিযুক্ত
দু’জনকে জামিন দিল কোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাই গণহত্যায় অভিযুক্ত দু’জনকে সোমবার জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের ফলে ১১ বছর ৩ মাস কারাবাসের পর অভিযুক্তরা বাইরে আসার সুযোগ পাবেন। 
২০১১ সালের ৭ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের নেতাই গ্রামে সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় মৃত্যু হয় ন’জন গ্রামবাসীর। মোট ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। প্রথমে সিআইডি ঘটনার তদন্ত করলেও হাইকোর্ট পরে সিবিআইকে তদন্তভার দেয়। আইনজীবী রণদেব সেনগুপ্ত ও নির্মাল্য ধাড়া আদালতে দাবি করেন, আবেদনকারী পিন্টু রায় ও গান্ডিবন রায়ের বিরুদ্ধে সরাসরি ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ নেই। অথচ, এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা কারাবাস ভোগ করছেন। মূল মামলার শুনানি কবে হবে, তাও অনিশ্চিত।

5th     July,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ