বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সীমান্তবর্তী জেলাগুলিতে
গোরু চোরাচালান কমেছে
দাবি খোদ স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টেই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সীমান্তে গোরু চোরাচালানে অবশেষে রাশ টানা গিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভ্যন্তরীণ রিপোর্টে এই তথ্যের উল্লেখ রয়েছে। কলকাতায় এক উচ্চ পর্যায়ের গোয়েন্দা বৈঠকেও গোরু চোরাচালান হ্রাস পাওয়ার কথা স্বীকার করা হয়েছে। কেন্দ্রের রিপোর্টে দাবি করা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের কড়াকড়ির জন্য এই সাফল্য এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে।
গোরু চোরাচালান ইস্যুতে বারে বারে উত্তপ্ত হয়েছে এরাজ্যের রাজনীতি। সাম্প্রতিক অতীতে এই ইস্যুতে ভোট রাজনীতি থেকে কেন্দ্র-রাজ্য সংঘাত— বারেবারে বিতর্কে জড়িয়েছে শাসক-বিরোধীরা। এমনকী গোরু চোরাচালান ইস্যুতে একাধিক মামলা দায়ের চলছে। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নামতে হয়েছে আসরে। এই মামলায় গ্রেপ্তার হয়েছে এরাজ্যে একদা কর্মরত বিএসএফের কমান্ডার পদমর্যাদার অফিসার থেকে কয়েকজন চোরাচালানকারী। স্বভাবতই এরাজ্যে গোরু চোরাচালানের জ্বলন্ত সমস্যায় রাশ টানতে পেরে, উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে কেন্দ্রের এই অভ্যন্তরীণ রিপোর্টে স্পেশাল ব্যুরোর গোয়েন্দারা উদ্বিগ্ন অন্য একটি বিষয় নিয়ে। সূত্রের খবর, এসআইবি এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসকে (এফআরআরও) সতর্ক করে স্পেশাল ব্যুরো বলেছে, বিএসফের সক্রিয়তায় গোরু চোরাচালানে রাশ টানা গেলেও ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি যাতায়াত এখনও অবাধে চলছে। এই প্রবণতা রোধ করা যায়নি। এবিষয়ে এসআইবি এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসকে অবিলম্বে সক্রিয় হতে হবে। কারণ, দেশের নিরাপত্তার ক্ষেত্রে এটা বড় বিপদ। উল্লেখ্য, এতদিন নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ২৪ পরগনার মতো সীমান্তবর্তী জেলা দিয়ে চোরাপথে বাংলাদেশে গোরু পাচার চলত রমরমিয়ে। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মালদহ ও মুর্শিদাবাদ জেলায় কর্মরত বিএসএফের শীর্ষস্তরের অফিসার গ্রেপ্তার হতেই পরিস্থিতি বদলাতে শুরু করে। সীমান্তে বিএসএফের কড়াকড়ি শুরু হয়। পাশাপাশি, কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে গোরু চোরাচালানে জড়িত থাকার অভিযোগ সামনে আসায় চোরাচালানে ভাটা পড়েছে বলে মন্ত্রকের এক সূত্র জানাচ্ছে। তবে এই সাফল্যের নেপথ্যের কারণ যাই হোক না কেন, পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজস্থান, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্যে গোরু চোরাচালানের সমস্যা রয়েছে। তাই কেন্দ্রীয় সরকার গোরু পাচার রুখতে সিবিআইতে একটি আলাদা উইং গঠনের কথা ভাবনাচিন্তা করছে।

4th     July,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ