বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

জলস্তর বৃদ্ধি পেয়ে মনমোহন ধুরার সঙ্গে
যোগাযোগ বিচ্ছিন্ন হল নাগরাকাটার

নিজস্ব প্রতিনিধি, নাগরাকাটা: নদীতে জল বৃদ্ধি পেয়ে ফের বিপত্তি। আজ, শুক্রবার সকাল থেকে নাগরাকা ব্লকের সুখানী সেতুর উপর দিয়ে জল উপচে পড়ে। তাই ফের মনমোহন ধুরার সঙ্গে নাগরাকাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেই সুখানী সেতুর উপর সাড়ে তিন ফুট উচু দিয়ে জল বইতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই বিপাকে পড়ে গিয়েছে মনমোহন ধুরার বাসিন্দারা। প্রসঙ্গত, বৃষ্টি হলেও সকাল থেকে সেভাবে সুখানী নদীতে জল ছিল না। কিন্তু এদিন সকাল সাতটা নাগাদ আচমকাই জল বেড়ে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবছর বর্ষার শুরুতেই এনিয়ে চারবার প্রতন্ত্য ওই এলাকাটির সঙ্গে নাগরাকাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। স্থায়ী সমাধান না হওয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। অন্যদিকে একই নদীর নালার জল ঢুকে বিজয়নগর এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। প্রায় পঁচিশ থেকে তিরিশটি বাড়িতে জল ঢুকে পড়েছে। অনেকের চাল-ডাল ভেসেও গিয়েছে। উঠোনের মধ্যে এক হাঁটু জল দাঁড়িয়ে আছে। এরফলে রান্নাবান্না বন্ধ হয়ে গিয়েছে। উঠোনের এক হাঁটু জল থাকায় একপ্রকার  গৃহবন্দী হয়ে গিয়েছে এলাকার মানুষজন। সঠিকভাবে নালা নিকাশির ব্যবস্থা না থাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা। স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

1st     July,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ