বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ডিজি, ঝাড়গ্রামের ২ পুলিসকর্তার
বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের পুলিস সুপার ও অতিরিক্ত পুলিস সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। কেন নির্দেশ মানা হয়নি, আধিকারিকদের কাছে তার ব্যাখ্যা তলব করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আগামী ৩০ জুলাই সশরীরে এজলাসে হাজির হয়ে কারণ দর্শাতে হবে ডিজি সহ বাকি দুই পুলিস আধিকারিককে। কিন্তু কোন ঘটনায় আদালতের এই নির্দেশ? এর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চকে আশ্বস্ত করেছিলেন, বিধানসভার বিরোধী দলনেতা রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন। প্রয়োজনীয় নিরাপত্তা দেবে রাজ্য। কিন্তু অভিযোগ, গত ৮ জানুয়ারি ঝাড়গ্রামের নেতাইয়ে যাওয়ার ২০ কিলোমিটার আগেই বিরোধী দলনেতাকে আটকে দেওয়া হয়। এই ঘটনায় আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলায় বৃহস্পতিবার ডিজি-সহ ঝাড়গ্রামের দুই পুলিস কর্তার বিরুদ্ধে রুল জারি করল হাইকোর্ট।

1st     July,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ