বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

স্কুলের সামনে হিটস্ট্রোকে আক্রান্ত
অভিভাবক, পুলিসি উদ্যোগে রক্ষা
গ্রিন চ্যানেলে হাসপাতালে পৌঁছে দিল ঠাকুরপুকুর ট্রাফিক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক-অভিভাবক বৈঠকে যোগ দিতে মঙ্গলবার স্কুলে এসেছিলেন কৃষ্ণেন্দু সরকার নামে এক ব্যক্তি। প্রবল গরমে আক্রান্ত হন হিট স্ট্রোকে। সংজ্ঞাহীন হয়ে রাস্তায় পড়ে যান। ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের এক কর্মী রাস্তায় পড়ে যেতে দেখেন কৃষ্ণেন্দুবাবুকে। ঘটনাস্থলে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ট্রাফিক) অলোক সান্যাল এবং অ্যাডিশনাল ওসি কার্মা শেরিং ভুটিয়া। ওসির গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থকে। এই সময় রাস্তায় গাড়ির সংখ্যা বেশি থাকে। তাড়াতাড়ি যাওয়ার জন্য পথটিকে গ্রিন করিডর হিসেবে ঘোষণা করা হয়। কিছুক্ষণের মধ্যে হাসপাতাল পৌঁছে যায় গাড়ি। সেখানে ভর্তি করার পর চটজলদি শুরু চিকিৎসা। বিকেলের দিকে কৃষ্ণেন্দুবাবু সুস্থ হন। হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘সময়মতো নিয়ে আসার ফলে প্রাণ বেঁচে গিয়েছে রোগীর।’
ঠাকুরপুকুর বিবেকানন্দ মিশন স্কুলে ঘটনাটি ঘটেছে এদিন দুপুর নাগাদ। কৃষ্ণেন্দুবাবুকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণেন্দুবাবু হরিদেবপুরের মহাত্মা গান্ধী রোডের বাসিন্দা। এদিন বেলা আড়াইটে নাগাদ বৈঠকে যোগ দিতে বাইকে চালিয়ে স্কুলে আসেন। দু’চাকাটি দাঁড় করানোর সময় 
মাথা ঘুরে পড়ে যান। এই ঘটনা দেখতে পান এক হোম গার্ড। তিনি অ্যাডিশনাল ওসি ও অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে জানান। ওই ব্যক্তির অবস্থা সঙ্কটজনক বুঝে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করেনি পুলিস। ওসির গাড়িতে তোলা হয় কৃষ্ণেন্দুকে। পুলিসের নির্দেশে ঘটনাস্থল থেকে নার্সিংহোম পর্যন্ত সমস্ত সিগন্যাল খুলে দেওয়া হয়। রাস্তাটা গ্রিন চ্যানেল ঘোষণা করে কোথাও না থেমে হাসপাতাল পর্যন্ত ছোটে গাড়ি। সেখানে ভর্তি করা হয় কৃষ্ণেন্দুকে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর তাঁকে বাড়ি পৌঁছে দেয় ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডেরই গাড়ি। কৃষ্ণেন্দু সুস্থ আছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নার্সিংহোমে দ্রুত না এলে বড়সড় বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। সঠিক সময় পৌঁছনোর জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। ঘটনাস্থল থেকে কৃষ্ণেন্দুর বাইক উদ্ধার করে বাড়িতে পৌছে দিয়েছে পুলিস।

30th     June,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ