বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বাংলাদেশে আটক কাকদ্বীপের
৮টি ট্রলার ও ১৩৫ মৎস্যজীবী

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জলসীমা লঙ্ঘন করে মাছ ধরতে যাওয়ার অভিযোগে কাকদ্বীপের ৮টি ট্রলার ও ১৩৫ জন মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। পরে তাদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়। যদিও সরকারি সূত্র বলছে, আটক ট্রলার ও মৎস্যজীবীর সংখ্যা যথাক্রমে চার ও ৬৮। ২৪ জুন এই ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি জানাজানি হয়। খবর দেওয়া হয় মৎস্য বিভাগকেও। আপাতত এই মৎস্যজীবীদের বাঘেরহাট জেলার মঙ্গলাপুর থানায় রাখা হয়েছে। 
বাংলদেশে এখনও মাছ ধরার মরশুম শুরু হয়নি। সেই সুযোগে কাকদ্বীপ থেকে কিছু ট্রলার সেখানে ঢুকে ইলিশ ধরতে যায় বলে অভিযোগ। টহলরত উপকূলবাহিনীর নজরে পড়তেই পাকড়াও করা হয় তাঁদের। মৎস্যজীবীদের একটা অংশের দাবি, উত্তাল ঢেউয়ের কারণে অনেক সময় ট্রলার নিয়ন্ত্রণ করা যায় না। তখন এদিকে ওদিক চলে যায়। আবার মাছের জালও জলের স্রোতে দূরে চলে গেলে সমস্যা হয়। এই কারণেই ওই ট্রলারগুলি ধরা পড়েছে। ভারতীয় মৎস্যজীবীদের আটক করার ঘটনাটি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। কবে সেখান থেকে তাঁরা ছাড়া পাবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। জেলার এক আধিকারিক বলেন, জল সীমানা পেরিয়ে বাংলাদেশে যাতে মৎস্যজীবীরা না ঢুকে পড়েন, তার জন্য প্রতিনিয়ত প্রচার চালানো হয়। তারপরও কী করে তাঁরা সেখানে গেলেন, সেটাই ভাবাচ্ছে। কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক বিজন মাইতির কথায়,  হয়তো এমন সময় ছাড়ল, যখন মাছ ধরার মরশুই শেষ। দ্রুত মৎস্যজীবীদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
আটক হওয়া সেই ট্রলার। -নিজস্ব চিত্র

30th     June,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ