বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাজ্যে রেশনের জন্য খোলাবাজার 
থেকে প্রথমবার চাল কেনার টেন্ডার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকার রেশনের গম সরবরাহ  নিয়ন্ত্রণ করার ফলে এই প্রথম খোলাবাজার থেকে সরাসরি চাল কেনার জন্য টেন্ডার ডাকল রাজ্য খাদ্যদপ্তর। ২১টি জেলায় চাল কেনার টেন্ডার ডাকা হয়েছে। প্রতি জেলায় মাসে প্রায় ৮৬ হাজার টন চাল কেনা হবে। কলকাতা, দার্জিলিং ও কালিম্পংয়ে চাল উৎপাদন হয় না। তাই তারা তালিকায় নেই। ওই তিন জায়গায় অন্য জেলা থেকে চাল সরবরাহ করা হবে। ৮ জুনের মধ্যে টেন্ডারের কাগজ জমা দিতে বলা হয়েছে। আগ্রহী সরবরাহকারীদের নিয়ে বৈঠক হবে ৩১ মে। 
এতদিন চাষিদের কাছ থেকে সরকারি নির্ধারিত দামে ধান কেনার পর তা ভানিয়ে উৎপাদিত চাল রেশন গ্রাহকদের কাছে সরবরাহ করা হতো। কিন্তু কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সরবরাহ প্রকল্পে গমের বরাদ্দ কমিয়ে সেই জায়গায় চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের জন্য রাজ্য খাদ্যদপ্তর কেন্দ্রীয় সরকারি সংস্থা এফসিআইয়ের কাছ থেকে ওপেন সেল ব্যবস্থায় যে গম কিনত, সেটাও বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে চাষিদের কাছ থেকে কেনা ধানে উৎপাদিত চাল দিয়ে রেশন গ্রাহকদের চাহিদা মেটানো যাচ্ছে না। রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের প্রায় সওয়া ৩ কোটি রেশন গ্রাহকের জন্য মূলত খোলাবাজার থেকে কেনা চাল সরবরাহ করা হবে। 

26th     May,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ