বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর  
বেতন বন্ধের নির্দেশ ডিআইয়ের

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধের নির্দেশ দিলেন কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)। সোমবার জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকাকে এই নির্দেশ পাঠানো হয়েছে। আদালতের নির্দেশের কপি পাওয়ার পর সেই নির্দেশ মতোই এই পদক্ষেপ বলে ডিআই সমরচন্দ্র মণ্ডল জানিয়েছেন। 
অঙ্কিতা  ২০১৮ সালের ২৪ নভেম্বর রাষ্ট্রবিজ্ঞানের সহকারী শিক্ষিকা হিসেবে মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলে যোগ দিয়েছিলেন। সেসময়ও এই নিয়োগ নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। কিন্তু, তিনি ওই স্কুলেই চাকরি করছিলেন। পরেশ-কন্যা অঙ্কিতার চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে দ্বারস্থ হন ববিতা সরকার নামে এক চাকরিপ্রার্থী। কলকাতা হাইকোর্ট অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি তাঁর বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছে। এদিকে তাঁর মেয়ের নিয়োগ নিয়ে দফায় দফায় সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে পরেশচন্দ্র অধিকারীকে। যদিও ডিআইয়ের নির্দেশ নিয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকার কোনও বক্তব্য পাওয়া যায়নি। 
ডিআই বলেন, হাইকোটের নির্দেশ অনুযায়ী কাজ করা হয়েছে। ইন্দিরা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায়বসুনিয়াকে এদিন একাধিকবার টেলিফোন করা হলেও তিনি ফোন তোলেননি। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েও কোনও উত্তর পাওয়া যায়নি। 
ইন্দিরা গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী বলেন, প্রধান শিক্ষিকা সকালে ফোন করেছিলেন। তিনি চিঠি পেয়েছেন। চিঠিটি আমি নিজেও দেখিনি। মঙ্গলবার একটি মিটিং ডাকা হয়েছে। সেখানে এ বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। 

24th     May,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ