বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই
কর্মীদের বিশেষ বার্তা মমতার

ঝাড়গ্রাম, ১৯ মে: লক্ষ্য ২০২৪। কিন্তু তার আগেই রয়েছে ২০২৩ পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের কথা মাথায় রেখেই আজ, বৃহস্পতিবার বুথ স্তরের কর্মীদের নিয়ে সভা করলেন তৃণমূল সুপ্রিমো কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য একটাই, রাজ্য সরকারের সমস্ত জনমুখী প্রকল্পকে মানুষের 'দুয়ারে' পৌঁছে দেওয়া। তার জন্য দলীয় কর্মীদের একাংশকে কাজে লাগাতে চান মমতা। বুথ স্তর হল বাংলার নির্বাচনের মূল ভিত্তি। আর সেই স্তরেই যাতে সমস্ত খামতিতে প্রলেপ দেওয়া যায় তার চেষ্টাতে আগেভাগেই নেমে পড়েছে তৃণমূল। তবে এবার জেলার কোনও নেতা কিংবা রাজ্যের প্রথম সারির নেতা নয়। খোদ সুপ্রিমোই নেমেছেন ময়দানে। নিজের হাতে ২০২৩-এর পটচিত্র দলের কর্মীদের সামনে তুলে ধরেন মমতা। তাই তাঁর শ্লোগান, ‘তৃণমূল মানে আমি নয়, আমরা।
আজ, বৃহস্পতিবার জঙ্গলমহলে এই ধরণের র্বাতাই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিন দাবি করেন, লোকসভায় বিজেপি হারবে বলে এখন থেকেই তারা ভয় দেখাচ্ছে। রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না কেন্দ্র। গম দেওয়াও বন্ধ করে দিয়েছে। তবে কেন্দ্রের বঞ্চনা সত্বেও উন্নয়নের মাধ্যমেই ২০২৩-এ বিপুল জয় চান তৃণমূল নেত্রী। আজ বক্তব্যের মাধ্যমে তা বুঝিয়ে দিয়েছেন মমতা। এদিন তিনি কর্মীসভা থেকে বলেছেন, আমি নয়, আমরা। সবাইকে নিয়ে চলতে হবে। কর্মীরাই দলের সম্পদ। তৃণমূলে কেউ নেতা নয়। মানুষের কাজ ফেলে রাখা যাবে না। বলেন, জঙ্গলমহলে কোনও মাওবাদী নেই। কেউ ভয় দেখালে পুলিস স্টেপ নেবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, আমি যে কোনও দিন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করে দিতে পারি। তখন আর কাজ করে যাবে না। তাই সমস্ত কাজ দ্রুত শেষ করতে হবে। ফর্ম ফিলআপের জন্য কেউ যেন টাকা না চায়। মানুষের প্রাপ্য টাকা থেকে যেন কেউ ভাগ না বসায়। বসালে আমাকে চিঠি লিখবেন। এরই সঙ্গে সমব্যাথী প্রকল্পে কেউ ভাগ বসালে এফআইআরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের ধারণা বিরোধীদের কুৎসার জবাব হবে এই উন্নয়নই। আজ সভায় সেই বার্তাই কর্মীদের আরও একবার দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী।

19th     May,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ