বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

এখন লগ্নি বান্ধব পরিবেশ
বাংলায়, প্রশংসা অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্যের লগ্নি পরিস্থিতির ভূয়সী প্রশংসা করলেন কলকাতায় থাকা অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল রোয়ান এইনসওর্থ। সোমবার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, লগ্নিকারীদের জন্য এরাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে। এখন যাঁরা রাজ্য প্রশাসনে আছেন, তাঁরা শিল্প আনার জন্য দৃষ্টিভঙ্গির বদল করেছেন। তার সুফল মিলবে। অস্ট্রেলিয়া সেই সুযোগ নেবে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার একাধিক সংস্থা এখানে ব্যবসা করার ব্যাপারে উৎসাহী হয়েছে। তারা মূলত খনি, পরিবহণ ও গুদামজাতকরণ ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহী। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া হাই কমিশনের ডেপুটি হেড অব মিশন সারাহ স্টোরে বলেন, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক দৃঢ় করতে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। তার জন্য অস্ট্রেলিয়া সরকার ভারতীয় মুদ্রায় দেড় হাজার কোটির প্রকল্প ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া এদেশে সামগ্রিকভাবে অপ্রচলিত শক্তি সংক্রান্ত বিষয়ে আগ্রহী। রপ্তানির নিরিখে কয়েক বছরের মধ্যে ভারতকে তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে দেখতে চায় অস্ট্রেলিয়া।

17th     May,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ