বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ফ্রন্টে নয়, বৃহৎ বাম ঐক্যের
স্বার্থে নতুন মঞ্চ চায় লিবারেশন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপিকে হঠিয়ে রাজ্যে প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি হয়ে ওঠার জন্য বাম শক্তিগুলির বৃহৎ ঐক্যের পক্ষে সওয়াল করল নকশালপন্থী সিপিআইএমএল (লিবারেশন)। কিন্তু এজন্য তারা সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের ব্যানারকে সামনে রেখে এগতে চায় না। পরিবর্তে নতুন কোনও মঞ্চ গঠনের পক্ষপাতী তাদের নেতৃত্ব। দলের সদ্য সমাপ্ত রাজ্য সম্মেলনে আলোচনার পর এই মর্মে সিদ্ধান্ত করেছে তারা। সোমবার সাংবাদিক বৈঠক করে দলের এই  অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়েছেন সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। পাশে বসে তাঁকে এই মর্মে যোগ্য সঙ্গত করেন পুনর্নির্বাচিত রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার এবং দুই পলিটব্যুরো সদস্য পার্থ ঘোষ ও কার্তিক পাল। দীপঙ্করবাবুরা এদিন বলেন, বিগত বিধানসভা নির্বাচনের সময় রাজ্যে বিজেপি’র ক্ষমতায় আসা ঠেকাতে আমরা ‘নো ভোট টু বিজেপি’ স্লোগানকে সামনে এনেছিলাম। তা নিয়ে বাম দলগুলির মধ্যে হয়তো কিছু বিতর্ক ছিল। তবে আমাদের সেই অবস্থান যে সঠিক ছিল, তা ভোটের ফলেই প্রমাণিত হয়েছে। যদিও এই ভোটে প্রথমবারের জন্য বামেরা বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে। কিন্তু নির্বাচনে জেতার পর থেকে তৃণমূলও ‘বাড়াবাড়ি’ শুরু করেছে। তাই আমরা এখন ‘নো ভোট টু বিজেপি’র পাশাপাশি ‘তৃণমূলকেও একটুও ছাড় নয়’ স্লোগানও সামনে আনার সিদ্ধান্ত নিয়েছি। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলতে, এই মুহূর্তে ব্যাপক বাম 
ঐক্য প্রয়োজন। 

17th     May,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ