বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

মুর্শিদাবাদে গ্যাস লিক, অসুস্থ ১২

সংবাদদাতা, বহরমপুর: গ্যাস সিলিন্ডার লিক করে অসুস্থ ১২ জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগ এলাকার পিএইচই কম্পাউন্ডে। অসুস্থ ব্যক্তিদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিস জানিয়েছে, আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে লালবাগ মহাকুমার রেজিস্ট্রি অফিসের ঠিক পাশেই। আচমকাই গ্যাসের ঝাঁঝালো পাওয়া যায়। ঘটনার জেরে এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে রেজিস্ট্রি অফিসের পাশেই একটি জলের ট্যাঙ্ক ভাঙার কাজ চলছিল। মাটি খোঁড়ার সময়েই ঘটে বিপত্তি। হঠাৎই এলাকার বাসিন্দারা এবং শ্রমিকরা গ্যাসের ঝাঁঝালো গন্ধ পেতে থাকেন। অনেকেই ভাবেন কারও বাড়ির রান্নার গ্যাস লিক করছে। এরপরই একাধিক বাড়ি থেকে অসুস্থতার খবর আসতে থাকে। খবর পেয়ে অকুস্থলে উপস্থিত হন দমকল এবং স্থানীয় থানার আধিকারিকরা। পৌঁছে যান মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দী-সহ  তৃণমূলের একাধিক নেতা-কর্মীও। তড়িঘড়ি অসুস্থদের লালবাগ এবং বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি থাকাদের খোঁজখবরও নেওয়া হয়। তবে কী ভাবে গ্যাস লিক হল সেটি এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, ওই এলাকায় আগে জল পরিশোধনের জন্য ক্লোরিন গ্যাস ব্যবহার করা হত। সেই গ্যাসের কিছু অব্যবহৃত সিলিন্ডার মাটির নীচে রাখা ছিল। সেখানেই পিএইচই-র এই জলের ট্যাঙ্কটি ভাঙা হচ্ছিল। মনে করা হচ্ছে, জেসিবি দিয়ে মাটি খোঁড়াখুঁড়ির সময়েই কোনওভাবে সিলিন্ডার লিক করে। তারপরই গ্যাস এলাকায় ছড়িয়ে পড়ে। গন্ধে অসুস্থ হয়ে পড়েন এলাকার মানুষজন।

 

16th     May,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ