বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পদ্ম সম্মান ফেরালেন বুদ্ধদেব,
প্রত্যাখ্যান গীতশ্রী সন্ধ্যার

নয়াদিল্লি: ভারতরত্ন ফিরিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এবার সেই একই পথে হেঁটে মোদি সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান ফেরালেন তাঁর ‘উত্তরসূরি’, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার রাতে এক বিবৃতি তিনি জানিয়েছেন, ‘পদ্মভূষণ সম্মান নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই বিষয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ দেওয়ার কথা ঘোষণা হয়ে থাকে, তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।’ তালিকা প্রকাশের আগেই পদ্মশ্রী সম্মানের প্রস্তাব ফিরিয়ে দেন প্রবীণ সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, তবলিয়া পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে তাঁদের এব্যাপারে ফোন করেছিলেন কেন্দ্রীয় আধিকারিকরা। কিন্তু দুই শিল্পী সবিনয়ে সেই সম্মান প্রত্যাখ্যান করেছেন। সন্ধ্যা মুখোপাধ্যায় বলেন, ‘এরা ভাবনাচিন্তা করার সময়ও দেয় না। পদ্মশ্রী ঘোষণার আগে ফোন করে জানতে চাইছে, আমি রাজি কি না। আমি এটা প্রত্যাখ্যান করেছি। শ্রোতারাই আমার সবথেকে বড় পুরস্কার।’ অনিন্দ্যবাবু জানিয়েছেন, ‘আমার অনুজ ও সমসাময়িক শিল্পীরা ইতিমধ্যেই পদ্ম সম্মান পেয়েছেন। এতদিন পরে আমার কথা মনে পড়েছে। তাই আমি এই সম্মান প্রত্যাখ্যান করেছি।’
সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এদিন ১২৮তম পদ্ম সম্মান ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার চারজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ ও ১০৭ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। সম্মানপ্রাপকদের মধ্যে ৩৪ জন মহিলা। ১৩ জন পাচ্ছেন মরণোত্তর সম্মান।
এবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসমারিক সম্মান পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে কিছুদিন আগে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো দেশের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে। উত্তরপ্রদেশের প্রয়াত মুখ্যমন্ত্রী তথা একসময়ের হিন্দুত্বের পোস্টার বয় কল্যাণ সিংও পাচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীনই ১৯৯২ সালে বাবরি সৌধ ধ্বংস হয়েছিল। মরণোত্তর এই সম্মান পাচ্ছেন উত্তরপ্রদেশের শিক্ষাবিদ রাধেশ্যাম খেমকাও। মহারাষ্ট্রের ধ্রুপদী সঙ্গীত শিল্পী প্রভা আত্রেকেও পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে। অন্যদিকে, জনসেবার জন্য পদ্মভূষণ প্রাপকের তালিকায় নাম রয়েছে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদেরও। এবিষয়ে আজাদের নাম না করে তাঁকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বুদ্ধদেববাবুর সম্মান প্রত্যাহারের ঘটনা উল্লেখ করে রমেশের টুইট, সঠিক কাজ। তিনি ‘গুলাম’ নন, ‘আজাদ’ হতে চান।
পদ্মভূষণ প্রাপকদের মধ্যে রয়েছেন মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা ও গুগলের সিইও সুন্দর পিচাই। দেশের দুই ভ্যাকসিন নির্মাতা সংস্থার কর্ণধারকে সম্মানিত করা হয়েছে পদ্মভূষণে। পেয়েছেন সিরাম ইনস্টিটিউটের কর্ণধার সাইরাস পুনাওয়ালা এবং ভারত বায়োটেকের কৃষ্ণ ও সুচিত্রা এলা। অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কেও পদ্মভূষণ সম্মান দেওয়া হচ্ছে। তালিকায় নাম রয়েছে বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী রশিদ খান ও প্রয়াত লোকশিল্পী পাঞ্জাবের গুরমিত বাওয়ার। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন গায়ক সোনু নিগম ও চানক্য সিরিয়ালের নির্দেশক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। পশ্চিমবঙ্গের ব্যবসায়ী প্রহ্লাদ রাই আগরওয়াল, বিশিষ্ট বিজ্ঞানী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক কালীপদ সোরেন, শিল্পী কাজি সিং। নাম রয়েছে প্রবাসী বাঙালি চিকিৎসক প্রকার দাশগুপ্তের। 

26th     January,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ