বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

মার্চের গোড়ায় রাজ্যে ‘পাড়ায়
সমাধান’ ও ‘দুয়ারে সরকার’
ফেব্রুয়ারি মাসে জমা নেওয়া হবে আবেদন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল স্তর পর্যন্ত সরকারি পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে সরকার’ এবং ‘পাড়ায় সমাধান’এর মতো জনপ্রিয় দুটি প্রকল্প চালু করার প্রক্রিয়া ফের শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তবে এই দুই প্রকল্পের মাধ্যমে সাধারণকে সরাসরি পরিষেবা প্রদান পর্ব আরম্ভ হবে মার্চ মাসে। দ্বিতীয় পর্যায়ের ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের বাস্তবায়ন পর্ব চলবে আগামী ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত। আর ‘দুয়ারে সরকার’ প্রকল্পের শিবির আয়োজনের মাধ্যমে জনগণের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার পর্বটি শুরু হবে আগামী ৮ মার্চ। চলবে ১৫ মার্চ পর্যন্ত। মঙ্গলবার নবান্নের তরফে এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। স্টেট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘দুয়ারে সরকার’ শুরু হয়েছিল গত ২০২০ সালের ডিসেম্বর মাসে। পঞ্চায়েত ও পুরসভাস্তরে ক্যাম্প করে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছিল রাজ্যের সর্বত্র। তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই প্রকল্পের ‘ডিভিডেন্ড’, বিধানসভা নির্বাচনে গিয়েছিল শাসকদল তৃণমূলের ঝুলিতেই। দুয়ারে সরকার প্রকল্পের ‘সাব প্রোগ্রাম’ হিসেবে শুরু হয়েছিল ‘পাড়ায় সমাধান’। জনমানসে তুমুল সাড়া পড়ে যায়। 
নবান্ন সূত্রে জানা গিয়েছে,পাড়ায় সমাধান কর্মসূচিতে অংশ নিতে আবেদন জমা দেওয়া যাবে আগামী ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর সরকারিস্তরে প্রকল্প সংক্রান্ত প্রস্তুতি চলবে ১৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই সূত্রটি জানিয়েছে, দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সরকারি পরিষেবা নিতে আগ্রহীদের আবেদনপত্র দুটি পর্যায়ে জমা নেওয়া হবে। আবেদনপত্র জমা দিতে হবে নির্দিষ্ট শিবিরে এসে। আবেদনপত্র জমা নেওয়ার প্রথম পর্যায়টি হবে আগামী ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। ২২ ফেব্রুয়ারি থেকে চলবে আবেদনপত্র যাচাই করে দেখার কাজ। এরপর আগামী ১ থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে দুয়ারে সরকার প্রকল্পে পরিষেবা নিতে আগ্রহীদের আবেদনপত্র জমা নেওয়ার দ্বিতীয় পর্যায়। নবান্নের ওই সূত্রটি জানিয়েছে, আবেদনপত্র জমা এবং তা যাচাই করার কাজ শেষ করে আগামী ৮ মার্চ থেকে ওই সমস্ত শিবিরেই চলবে জনগণকে পরিষেবা দেওয়ার কাজ।      

26th     January,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ