বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পুরভোটে রিগিং রুখতে পুলিসকে গুচ্ছ
নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১২ ফেব্রুয়ারি চার পুরসভার নির্বাচনের আগে ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে একগুচ্ছ নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। এই নির্দেশ মূলত পুলিস কর্তৃপক্ষের জন্য। কমিশনের তরফে বলা হয়েছে, পুলিশের নিয়মিত রুট মার্চ এবং এলাকা টহলদারির কাজ চালাতে হবে। একই সঙ্গে হোটেল, বিয়েবাড়ি, কমিউনিটি হলে বারবার চেকিং করতে হবে। বিশেষ করে এলাকায় বহিরাগতদের উপর বাড়তি নজরদারি রাখতে হবে। পাশাপাশি সীমানা সিল করতে হবে। অকারণে কোথাও জমায়েত করতে দেওয়া যাবে না। ভোটের একদিন আগে গোটা এলাকায় পুলিশ মোতায়েন বাধ্যতামূলক বলেও জানিয়েছে কমিশন। কমিশন সাফ জানিয়েছে, রিগিং রুখতে বুথে সিসিটিভি’র ক্যামেরা জোর করে বন্ধ বা ঘোরানোর ঘটনা বরদাস্ত করা হবে না। পাহারার দায়িত্বে থাকা সশস্ত্র পুলিশকে বুথ দখল, রিগিং রুখতেই হবে। ২২ জানুয়ারি শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগরের ভোট হওয়ার কথা ছিল। কোভিডের কারণে আদালতের হস্তক্ষেপে তা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি হবে বলে ঠিক হয়েছে। এবার সেই ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে শুক্রবার ১৪ দফা নির্দেশিকা জারি করল কমিশন। নির্দেশে আরও বলা হয়েছে, সমস্ত বেআইনি অস্ত্র ও মদ বাজেয়াপ্ত করতে হবে। অতীতে ভোট হিংসা বা সাম্প্রদায়িক হিংসায় অভিযুক্ত কেউ যদি জামিনে বাইরে থাকেন এবং তাঁর কাছে যদি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থাকে তাহলে তা প্রশাসন নিজেদের হেফাজতে রাখবে। ভোটের একদিন আগে এলাকার দাগি অপরাধীদের আটক করতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিস ও কুইক রেসপন্স টিম সজাগ থেকে কাজ করবে। ভোটের আগেরদিন ভোট কর্মী বুথে পৌঁছনোর আগেই সেখানে পৌঁছে যেতে হবে সশস্ত্র পুলিসকে। বলা হয়েছে, ভোটের দিন সমস্ত রাজনৈতিক দলের ক্যাম্পগুলিতে চালাতে হবে কড়া নজরদারি।

22nd     January,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ