বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে
জোটের লাইনেই সিপিএম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কংগ্রেসের সঙ্গে জোট করে লড়লেও গত বিধানসভা ভোটে বামেরা শূন্য হয়েছে। তবুও সেই কৌশল থেকে সরে আসার কোনও লক্ষণ আপাতত দেখাচ্ছে না বাম শিবিরের ‘দাদা’ সিপিএম। দলের আসন্ন রাজ্য সম্মেলনের প্রাক্কালে শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিলেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন দলের কর্মী তথা চিত্রকর মনীশ দেবের আঁকা রাজ্য সম্মেলনের লোগো প্রকাশ করার অনুষ্ঠানে তিনি একথা জানিয়ে দেন। বিমান বসু, সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্যর মতো দলের শীর্ষস্থানীয় নেতারা সূর্যবাবুর পাশে বসে একথায় সায় দেন। 
পুরভোটে সেভাবে কোনও জোট না করলেও সূর্যবাবু এদিন বুঝিয়ে দিয়েছেন, রাজ্য সম্মেলন উপলক্ষে যে রাজনৈতিক দলিল তাঁরা তৈরি করছেন, তাতেও এই লাইন বা কৌশলের পক্ষেই সওয়াল করা হবে। তিনি বলেন, এখনও পর্যন্ত বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিকে এক ছাতার তলায় আনার যে লাইন দলে গৃহীত হয়েছিল, তার কোনও পরিবর্তন হয়নি। সামনের নির্বাচনগুলিতেও সেই কৌশল বজায় থাকবে। তবে পুরভোটে আমরা দল ও বামেদের শক্তিবৃদ্ধির উপর জোর দিয়েছি। 

22nd     January,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ