বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পুরভোট: দিল্লির কাছে ১৫ হাজার
ইভিএম চাইল রাজ্য নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার পুরসভার নির্বাচনে টান না পড়লেও ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৮টি পুর নির্বাচনে ভোটগ্রহণ করতে গেলে কম পড়বে ইভিএম। একারণেই এম টু মডেলের ইভিএম দেওয়ার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে রাজ্য নির্বাচন কমিশন। 
১২ ফেব্রুয়ারি বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ি পুরসভার জন্য ভোটগ্রহণ হবে। এই চারটি নির্বাচনে যে ভোটযন্ত্র ব্যবহার করা হবে, সেগুলি মজুত রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। তবে এই যন্ত্রগুলি আর পরের ভোটে ব্যবহার করা যাবে না। কারণ ওই জনাদেশ সংরক্ষণ করা হবে। এর বাইরেও কমিশনের হাতে থাকবে সাড়ে চার হাজার ভোটযন্ত্র। কিন্তু তা দিয়ে ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ করা যাবে না। কারণ ওই পর্বে সাড়ে ১৯ হাজার ইভিএম লাগবে। একারণে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে ১৫ হাজার ভোটযন্ত্র চাওয়া হয়েছে। জানা গিয়েছে, সেই আবেদনে সাড়া দিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি আসানসোলের জন্য লাগবে ১ হাজার ৬৬৪টি, চন্দননগরে ২৬১টি, শিলিগুড়িতে ৭০৫টি এবং বিধাননগরে ৭৪০টি ইভিএম। রাজ্য নির্বাচন কমিশন ১২ এবং ২৭ তারিখের ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই পুরভোটে ইভিএম ব্যবহার করা হলেও ভিভিপ্যাট থাকবে না। এমনকী, নোটা’র ঘরও থাকবে না ভোটযন্ত্রে। আসলে পুরনো মডেলের ইভিএম বলেই এগুলিতে নোটার অপশন নেই। 

21st     January,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ