বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বাংলা আকাদেমির চেয়ারপার্সন ব্রাত্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত শাঁওলি মিত্রের জায়গায় দায়িত্ব দেওয়া হল ব্রাত্য বসুকে। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির নতুন চেয়ারপার্সন হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শাঁওলি মিত্রের প্রয়াণে এই পদটি শূন্য হয়েছিল। তাঁর জায়গায় ব্রাত্য বসুকে নিয়োগ করার কথা জানিয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে বৃহস্পতিবার। তাঁকে নিয়ে আকাদেমির ১৩ জন সদস্য  হলেন। এঁরা হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, অর্পিতা ঘোষ, অভীক মজুমদার, প্রসূন ভৌমিক, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, আবুল বাশার, সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায়।
সরকারি প্রতিনিধি হিসেবে থাকছেন উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিব, অর্থদপ্তরের প্রধান সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সচিব। তাঁকে চেয়ারপার্সন করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে ব্রাত্য বসু বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি গুরুত্বসহকারে পালন করব। বাংলা আকাদেমির কাজ নিষ্ঠার সঙ্গে পালন করব। শাঁওলিদির যা ইচ্ছা ছিল তা পূরণ করব। এর জন্যই মমতাদিকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি।

21st     January,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ