বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাজ্যের উন্নয়ন ব্যাহত
হওয়ার আশঙ্কা নবান্নের
আইএএস আইন সংশোধন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সব রাজ্যের আমলাদের রাশ নিজের হাতে রাখতে ১৯৫৪ সালের আইএএস (ক্যাডার) আইন সংশোধন করার প্রস্তাব এনেছে কেন্দ্র। তাতে রাজ্যগুলির সঙ্গে সংঘাত আরও তীব্রতর হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই মুহূর্তে রাজ্যে ৩৭৮ জন আইএএস অফিসারকে নিযুক্ত করার সুযোগ রয়েছে। অথচ বর্তমানে রাজ্যের হাতে রয়েছে ২৮৫ জন আইএএস অফিসার। আবার তার মধ্যে সাতজন রয়েছেন কেন্দ্রীয় ডেপুটেশনে এবং দু’জন স্টাডি লিভে। অর্থাৎ এখন ২৭৬ জন আইএএস অফিসারকে নিয়ে কাজ চালাতে হচ্ছে রাজ্যকে। এখন এই পরিস্থিতিতে কেন্দ্র যদি আইএএস আইনের সংশোধন আনে, তাহলে নতুন করে কোপ পড়তে পারে রাজ্যের উপর। যার ফলে রাজ্যের তৃণমূলস্তরে উন্নয়ণমূলক কাজ ব্যাহত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 
কিন্তু, কেন এই আশঙ্কা? বিভিন্ন সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বিপন্ন করে এই আইন সংশোধনের ফলে যে কোনও সময় ও পরিস্থিতিতে রাজ্যের কাছ থেকে আমলাদের টেনে নিতে পারবে কেন্দ্র। তাই এই আইন লাগু হলে বাংলার পক্ষে উন্নয়নের কাজ সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়া অনেকটাই অসম্ভব হয়ে যাবে। বিষয়টি নিয়ে নবান্নের শীর্ষকর্তারা যথেষ্ট উদ্বিগ্ন। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। চিঠিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে এই আইনের সংশোধন আনায় বিরত থাকার পরামর্শ দিয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস না করার অনুরোধ জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে আইএএস এবং আইপিএস অফিসারদের নিযুক্ত করা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা কেন্দ্র-রাজ্য সমন্বয়কে ব্যাপকভাবে আঘাত করবে। কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী রাজ্যে নিযুক্ত কোনও অফিসারকে কেন্দ্র যদি অন্য কোথাও বদলি করে, তা মেনে নিতে হবে রাজ্যকে। নির্দিষ্ট সময়ের মধ্যেই ছেড়ে দিতে হবে সেই অফিসারকে। আর নতুন পদে যদি সেই অফিসার যোগদান না করেন, তাহলে তাঁকে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া হবে। ওয়াকিবহাল মহল মনে করছে, এতে রাজ্যের পক্ষে দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। কারণ এই নতুন নিয়ম চালু হলে কেন্দ্রের সিদ্ধান্তই সব সময় অগ্রাধিকার পাবে। বিপন্ন হবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। কোনওরকম গুরুত্ব দেওয়া হবে না রাজ্য বা সংশ্লিষ্ট অফিসারের বক্তব্যকে।

20th     January,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ