বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বিড়ি: মজুরি খেলাপি মালিকদের
তালিকা চাইলেন শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিড়ি শ্রমিকদের একটা বড় অংশ দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ন্যূনতম মজুরি পাচ্ছেন না। এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার শ্রমমন্ত্রী বেচারাম মান্নাকে ডেপুটেশন দিল সিটু নিয়ন্ত্রিত বিড়ি ওয়ার্কার্স ফেডারেশনের নেতৃবৃন্দ। তাদের অভিযোগ, গত সেপ্টেম্বরে বিভিন্ন শ্রমিক ও মালিকদের সংগঠনগুলির মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়। তাতে প্রায় ২০ লক্ষ বিড়ি শ্রমিকের ন্যূনতম মজুরি (প্রতি এক হাজার বিড়ি বাঁধার জন্য) ১৭৮ টাকা স্থির হয়। কিন্তু মালদহ, পুরুলিয়া, উত্তর দিনাজপুর সহ কয়েকটি জায়গায় মালিকদের একাংশ এই চুক্তি কার্যকর করছেন না। এমনকী, একই মালিক বিভিন্ন জেলায় তাঁর হাতে থাকা ইউনিটের ক্ষেত্রে আলাদা আলাদা মজুরি লাগু করছেন। এবিষয়ে মালিক ও ঠিকাদাররা পরস্পরের দিকে আঙুল তুলে নিজেদের দায় ঝেড়ে ফেলতে চাইছেন। শ্রমমন্ত্রী সংগঠনের এই দাবির সঙ্গে সহমত প্রকাশ করে যে সব সংস্থা বা মালিক দ্বিপাক্ষিক চুক্তি কার্যকর করছেন না, তাঁদের নামের তালিকা জমা করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও পুরুলিয়ার ঝালদায় ইএসআই হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধি নিয়ে কেন্দ্রের ওয়েলফেয়ার কমিশনারের সঙ্গে আলাচনারও সিদ্ধান্ত নিয়েছেন। 

20th     January,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ