বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

মাস পয়লার আগে
পেনশনের টাকা অ্যাকাউন্টে

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: মাস পয়লার আগেই পেনশন পাবেন পিএফের আওতায় থাকা প্রবীণরা। এবার সেই উদ্যোগ নিল শ্রমমন্ত্রকের আওতায় থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। এর ফলে উপকৃত হবেন দেশের প্রায় ৭১ লক্ষ পেনশনভোগী। রাজ্যে এই সুবিধা পাবেন প্রায় সাড়ে আট লক্ষ প্রবীণ। পিএফ কর্তারা বলছেন, এই প্রক্রিয়া দ্রুত শুরুর জন্য উদ্যোগ নিতে ব্যাঙ্কগুলির সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে।
পেনশন দেওয়ার জন্য বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ ইপিএফও। সেই চুক্তি অনুযায়ী, প্রতি মাসের প্রথম ‘ওয়ার্কিং ডে’ বা কাজের দিনে পেনশন প্রাপকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা। যদি কোনও সমস্যা থাকে, তাহলে তা যেন পাঁচ তারিখের মধ্যে ঢোকে—চুক্তি রয়েছে এমনই। কিন্তু বাস্তবে কি তাই হয়? ‘ইপিএস-৯৫’ শ্রেণিভুক্ত পেনশন প্রাপকদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির রাজ্য শাখার সভাপতি তপন দত্ত বলেন, ‘গ্রামাঞ্চলের বহু প্রবীণ মাসের ১০ তারিখ পেরিয়ে গেলেও পেনশন পান না। আমাদের কাছে এমন অভিযোগ আসে ভূরি ভূরি। যেখানে সামান্য কিছু টাকার উপর লক্ষ লক্ষ মানুষ নির্ভরশীল, সেখানে দেরি করে পেনশন আসা অনেকের কাছেই যথেষ্ট সমস্যার।’
সমস্যা যে আছে, তা মেনে নিয়েছে ইপিএফও নিজেই। রিজিওনাল পিএফ কমিশনার-১ (পেনশন) বিশাল আগরওয়াল সবক’টি আঞ্চলিক অফিসকে পেনশন সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠিয়েছেন। তাতে তিনি স্বীকার করেছেন, সময় মতো অ্যাকাউন্টে পেনশন ঢুকছে না। ফলে সমস্যায় পড়ছেন বহু প্রবীণ নাগরিক। রিজার্ভ ব্যাঙ্কও এ বিষয়ে পেনশন প্রদানকারী ব্যাঙ্কগুলিকে সতর্ক করেছে বলে জানিয়েছেন তিনি। নির্দেশিকায় তিনি বলেছেন, সব দিক খতিয়ে দেখে মাস পয়লার আগেই পেনশন অ্যাকাউন্টে পৌঁছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কাজ যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য আঞ্চলিক অফিসগুলি সংশ্লিষ্ট ব্যাঙ্কে আগেভাগেই পেনশনের টাকা পৌঁছে দেবে। পেনশনভোগীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার নির্ধারিত তারিখের অন্তত দু’দিন আগে। একমাত্র এভাবেই মাসের শেষ কাজের দিন, বা তারও আগে পেনশন পৌঁছবে প্রবীণদের অ্যাকাউন্টে। তবে নির্দেশিকায় বলা হয়েছে, প্রতি বছর মার্চ মাসের পেনশনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়। এক্ষেত্রে গ্রাহক টাকা পাবেন এপ্রিল মাসের গোড়াতেই। অর্থবর্ষ শেষে হিসেব মেলানোর কারণেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকোবরের দায়িত্বে থাকা অতিরিক্ত সেন্ট্রাল পিএফ কমিশনার রাজীব ভট্টাচার্য বলেন, ‘পিএফ গ্রাহক ও পেনশনভোগীদের সুরাহা করে দিতে ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার পেনশনভোগীদের সময়ে টাকা পাওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হল। আমাদের অফিসাররা পেনশন প্রদানকারী ব্যাঙ্কগুলির সঙ্গে যোগাযোগ করছেন, যাতে এই নির্দেশিকা দ্রুত কার্যকর করা যায়।’

17th     January,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ