বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

কেরোসিনের দাম
কমল ১.২৭ টাকা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটের আগে কর ছাঁটাই করে পেট্রপণ্যের দাম গত মাসে কিছুটা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু গরিব মানুষের রান্নাঘরের জ্বালানি তথা কেরোসিনের দাম কমানোর পথে হাঁটেনি তারা। তবে কলকাতায় কেরোসিন ব্যবহারকারীদের জন্য কিঞ্চিৎ সদয় হল মোদি সরকার। চলতি ডিসেম্বরে রাজ্যে  লিটারে মাত্র ১ টাকা ২৭ পয়সা কমাল তারা। ফলে  কলকাতায় কেরোসিনের দাম দাঁড়াল ৫১ টাকা ৭৭ পয়সা হল। অন্যান্য জেলায় দাম পরিবহণ খরচের কারণে সামান্য হেরফের করলেও কমবেশি এরই কাছাকাছি থাকবে। 
গত মাসে কেরোসিনের দাম লিটারে এক লাফে প্রায় সাড়ে ৭ টাকা বৃদ্ধি করা হয়েছিল। অনেকের আশা ছিল পেট্রল, ডিজেলের পর কেরোসিনের দাম এবার অনেকটা কমানো হবে। রেশনের কেরোসিনের উপর কর কমানোর সুযোগ নেই। কারণ, কেরোসিনের উপর শুধু ৫ শতাংশ হারে জিএসটি নেওয়া হয়। রেশনের কেরোসিনের উপর ভর্তুকি দেওয়াও বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও গরিব মানুষ যে জ্বালানি রান্নার কাজে ব্যবহার করেন তার উপর কেন্দ্র কেন কিছুটা ভর্তুকি দেবে না সেই প্রশ্ন উঠেছে। যেখানে বাড়ির রান্নার কাজে ব্যবহৃত গ্যাসে অল্প হলেও ভর্তুকি দেওয়া হয়। ভোটের আগে ওই ভর্তুকি বৃদ্ধি করার চিন্তাভাবনা চলছে। কেরোসিন ডিলারদের সংগঠনের সভাপতি অশোক গুপ্ত জানিয়েছেন, বহু গরিব মানুষ উজালা প্রকল্পে গ্যাস সংযোগ নিলেও দাম বেশি থাকার জন্য নিয়মিত সিলিন্ডার নিতে পারেন না। এই সমস্ত মানুষের ভরসা কেরোসিন। কিন্তু তার  যা দাম হচ্ছে তাতে এবার উনুনে ঘুঁটে, কয়লা বা কাঠ জ্বালিয়ে তাঁদের রান্না করতে বাধ্য হতে হবে। 

2nd     December,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ