বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

৪২৩টি স্কুল ল্যাবরেটরি
পাচ্ছে সাড়ে আট কোটি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাথার উপরে কোভিডের খাঁড়া। দীর্ঘ লকডাউনের পরে রয়েছে অর্থসঙ্কটও। তা সত্ত্বেও শিক্ষাক্ষেত্রে তার কোনও ছায়া পড়তে দিতে নারাজ রাজ্য সরকার। তারই ইঙ্গিত মিলল ৪২৩টি উচ্চ মাধ্যমিক স্কুলের ল্যাবরেটরির জন্য মোট প্রায় সাড়ে আট কোটি টাকা বরাদ্দের ঘটনায়। অর্থদপ্তর থেকে এই মঞ্জুরির কথা স্কুলশিক্ষা কমিশনারকে জানানো হয়েছে। এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে মেরামতি বাবদ ১০৯ কোটি টাকা দিয়েছিল রাজ্য সরকার। সেই টাকায় স্কুল খোলার আগে বা কিছু পরে মেরামতির কাজ সেরে ফেলেছে স্কুলগুলি।
দীর্ঘদিন বাদে ফের সচল হয়েছে স্কুলের ল্যাবরেটরিগুলি। ছাত্রদের মধ্যে স্কুলে আসার তাগিদ কিছুটা কমছে। তবে, প্র্যাকটিক্যাল ক্লাস থাকলে স্কুলের হাজিরা বেড়ে যায় অনেকটাই। আর সেই ল্যাবরেটরিকেই ঢেলে সাজা যাবে এই অর্থে। প্রয়োজনের ভিত্তিতে ৬০ হাজার থেকে শুরু করে ২ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত পাচ্ছে বেশকিছু স্কুল। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, তিনটি বিষয়ের ল্যাবরেটরিতেই ব্যয় করা যাবে এই অর্থ। যারা শুধুমাত্র ভূগোলের ল্যাবরেটরিতে ব্যয় করবে, তারা পাবে ৬০ হাজার টাকা। প্রথমে হাওড়া এবং তারপরেই ঝাড়গ্রামের স্কুলগুলি বেশি সংখ্যায় প্রাপক তালিকায় রয়েছে। তবে, কলকাতারও বেশকিছু স্কুল এই অর্থ পাচ্ছে। 

30th     November,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ