বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বৃত্তিমূলকের চুক্তিবদ্ধ শিক্ষকরা
অবসর নিয়ে ৩ লক্ষ টাকা পাবেন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃত্তিমূলক প্রশিক্ষণের স্কুলগুলিতে চুক্তিতে নিযুক্ত শিক্ষক, ইনস্ট্রাক্টর প্রভৃতির অবসরের পর এককালীন ৩ লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করল রাজ্য সরকার। কারিগরি প্রশিক্ষণ দপ্তর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। অবসরকালীন প্রাপ্য পাওয়ার জন্য‌ আবেদন করতে নির্দিষ্ট প্রোফর্মা তৈরি করা হয়েছে। সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীরা ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করার পর অবসর নিলে এককালীন ৩ লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা আগেই চালু করা হয়েছে। এবার বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রভৃতির এই সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হল। আংশিক সময়ের শিক্ষকদের এর আওতায় আনা হচ্ছে। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের চুক্তিতে নিযুক্ত শিক্ষক ও অন্যদের বেতন আগেই বাড়িয়েছে সরকার। সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের ছুটি, বাৎসরিক বেতন বৃদ্ধি, ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিয়েছে সরকার। এর আওতায় বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও আছেন।

29th     November,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ