বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বিধানসভা থেকে শিক্ষা নিয়ে
আদিদের টিকিট দিচ্ছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটে বিপর্যয় থেকে শিক্ষা নিল বিজেপি। আসন্ন কলকাতা পুরভোটে দলের পুরনো নেতা-কর্মীদের উপরই কার্যত ভরসা রাখল গেরুয়া শিবির। আজ, সোমবার আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। তালিকায় কোনও তারকা কিংবা দলবদলুদের প্রধান্য নয়। সারাবছর এলাকায় দলের হয়ে কাজ করা মণ্ডল কিংবা জেলা ও রাজ্যস্তরের কাজ করা কর্মীদেরই পুরভোটে প্রার্থী করছে বিজেপি। রবিবার দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের পৌরহিত্যে আয়োজিত বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। তবে একাধিক আসনে প্রার্থী নিয়ে পার্টির মধ্যে বিতর্ক রয়েছে। প্রসঙ্গত, ঠিক ছিল রবিবার প্রথম দফায় বেশক’টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে দল। কিন্তু দলের আইনজীবী সেল তাতে বাধ সাধে। তাদের বক্তব্য, পুরভোট নিয়ে কলকাতা আদালতে মায়ের দায়ের হয়েছে দলের তরফে। সেক্ষেত্রে চূড়ান্ত রায় প্রকাশের আগে প্রার্থী তালিকা ঘোষণা হলে ভুল বার্তা যাবে। তাই সোমবার সকালে আদালতের রায় দেখে প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। এদিকে, এদিনের বৈঠকে উল্লেখযোগ্যভাবে গরহাজির ছিলেন কলকাতা পুরভোটের দুই পর্যবেক্ষক অর্জুন সিং ও রাজু বন্দ্যোপাধ্যায়। এমনকী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন হেস্টিংসের পার্টি অফিসে বৈঠকে আসেননি। যা নিয়ে দলের অন্দরে গুঞ্জন তৈরি হয়েছে। এ প্রসঙ্গে দলের এক শীর্ষ নেতা বলেন, কলকাতা পুরসভায় আমাদের সেরা ফল ৭টি আসন। বর্তমান পরিস্থিতিতে সেই ফল ধরে রাখাই আমাদের কাছে চ্যালেঞ্জ।

29th     November,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ