বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

মহান সংবিধান প্রণেতাদের 
স্মরণ করার আহ্বান মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সংবিধান দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তিনি লিখেছেন, পবিত্রতা রক্ষায় আমাদের সচেষ্ট হতে হবে। আমাদের প্রচেষ্টায় কখনওই পিছপা হওয়া উচিত নয়। এই বিশেষ দিনে আমাদের সংবিধান প্রণয়নকারী মহান নেতাদের স্মরণ করছি। পাশাপাশি একটি ভিডিও তুলে ধরে হয়েছে। তাতে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সংবিধানকে শ্রদ্ধা জানাই। এটাই পথ, দিশা, আদর্শ, সংহতি, সম্প্রীতি। অন্যদিকে সংবিধান দিবসে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, সংবিধান দিবস সমগ্র জাতির জন্য একটি পবিত্র দিন। এই দিনে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে, সংবিধানের নীতিগুলি ধ্বংস বা অসম্মান করতে কোনও শক্তিকে অনুমতি দেব না। সংবিধান দিবস উপলক্ষে এদিন বিধানসভায় এক অনুষ্ঠানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সংবিধানে গণতন্ত্রের তিন স্তম্ভ, অর্থাৎ বিচার ব্যবস্থা, প্রশাসন ও আইনসভার পৃথক এক্তিয়ারের কথা স্পষ্ট বলা আছে। এই তিন স্তম্ভের মধ্যে পারস্পরিক সমন্বয়সাধন একান্তভাবেই কাম্য। এই নিয়ম মেনেই লোকসভা বা রাজ্যসভার সঙ্গে রাষ্ট্রপতির সমন্বয় থাকে। এখানেই রাজ্যপাল ও বিধানসভার মধ্যে এই সমন্বয় থাকা বাঞ্ছনীয়। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে সেই পরিবেশ নেই। তার ফলে পরোক্ষে রাজ্যের উন্নয়নের গতি বাধাপ্রাপ্ত হচ্ছে। এদিকে, এদিন বিধানসভার অনুষ্ঠান বিজেপি বয়কট করেছে। 

27th     November,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ