বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ট্রেনের মহিলা কামরার নিরাপত্তা
নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকাল ট্রেনের মহিলা কামরায় দুষ্কৃতী হামলা ক্রমবর্ধমান। রাতের দিকে এমন কামরায় রক্ষীদের দেখা গেলেও সারাদিনে তাঁদের দেখা পাওয়া ভার। এই প্রেক্ষাপটে সার্বিক নিরাপত্তাব্যবস্থার দাবি করে হওয়া জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার পূর্ব রেল তার রেলওয়ে পুলিস ফোর্সের (আরপিএফ) বক্তব্য আদালতে পেশ করেছে। এই প্রসঙ্গে যেসব পদক্ষেপ করা হয়েছে, সেগুলিই সেখানে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। যা কতটা সত্যি, বা তার বাইরে আরও কিছু করা দরকার কি না, তা মামলাকারীকে জানাতে বলা হয়েছে। ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।  
মামলাকারী মৌসুমি সোম এদিন নিজেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই রাজ্যে চলা প্রতিটি লোকাল ট্রেনের মহিলা কামরায় মহিলা কনস্টেবল দেওয়ার আর্জি জানান। কামরাগুলির প্রত্যেক দরজায় সিসিটিভি ক্যামেরা বসানো দরকার বলেও সওয়াল করেন। কেন এমন আর্জি জানানো হচ্ছে, তার প্রেক্ষাপট হিসেবে মহিলা কামরায় ঘটে যাওয়া বেশকিছু ঘটনার তথ্য তিনি পেশ করেছেন। জবাবে পূর্ব রেলের আইনজীবী পূর্ব রেল/হাওড়ার আরপিএফের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনারের ২৪ নভেম্বর পাঠানো নথি পেশ করেন। মহিলা কামরার নিরাপত্তায় তাঁরা কেমন ব্যবস্থা নিয়েছেন, তা সেখানে জানানো হয়। যার প্রতিলিপি মামলাকারীকে দিতে বলা হয়েছে। সেটা সন্তোষজনক কি না, তা মামলাকারীকে জানাতে হবে।

26th     November,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ