বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বাংলায় করোনা পজিটিভিটি
বেড়ে হল তিন, উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহালয়ার দু’দিন আগে, ৪ অক্টোবর রাজ্যে করোনা পজিটিভিটি বেড়ে হয়েছিল ২.২৭। তার দু’সপ্তাহের মধ্যেই, সোমবার চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে পজিটিভিটি বেড়ে হল ৩। এদিন স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন থেকে এই তথ্য জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পুজোর সময় করোনা বিধিকে থোড়াই কেয়ার করে ঘুরে বেড়িয়েছেন লক্ষ লক্ষ মানুষ। অনেকে মাস্কও পরেননি। তারই ফল ভুগতে হচ্ছে এখন। সূত্রের খবর, ১ অক্টোবর থেকে রাজ্যে প্রায় ধারাবাহিকভাবে বেড়ে চলেছে করোনা পজিটিভিটি। ওইদিন পজিটিভিটি ছিল ১.৭৯। ২, ৩ এবং ৪ অক্টোবর তা ছিল যথাক্রমে ১.৮১, ১.৯৫ এবং ২.২৭। এরপর পঞ্চমী থেকে নবমী পর্যন্তও পজিটিভিটি বাড়তেই থাকে। ওই দিনগুলিতে যথাক্রমে ২.১৫, ২.৩২, ২.৫৬, ২.৭৪ এবং ২.৯৩ পজিটিভিটি হয়। দশমী, একাদশী এবং দ্বাদশীর দিন পজিটিভিটি কিছুটা নিয়ন্ত্রণে ছিল (২.১৩, ২.৩৩ এবং ২.৩০)। সোমবার তা লাফিয়ে বেড়ে হয় ৩। এদিন নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৬৯০। মারা গিয়েছেন ১২ জন। কলকাতায় আক্রান্ত বেড়ে হয়েছে ১৯৪। মারা গিয়েছেন ২ জন। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগনা।  

19th     October,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ