বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

জেড ক্যাটাগরির সুরক্ষা পাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তায় যুক্ত হল কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী। তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন বলে জানা গিয়েছে। বালুরঘাটের এমপি’র এতদিন কোনও নিরাপত্তা রক্ষী ছিল না। গত বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মৃত বিজেপি নেতার দেহ নিয়ে হাজির হয়েছিলেন সুকান্ত। সেখানেই তাঁকে কলকাতা পুলিস শারীরিকভাবে নিগ্রহ করে বলে অভিযোগ। এরপরই বিজেপি নেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি। তড়িঘড়ি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য বিজেপির নতুন সভাপতির নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান।
যদিও বিজেপি নেতা ও জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে দিল্লির সঙ্গে নবান্নের চাপানউতোর চলছে। কারণ, বিধানসভা ভোটের আগে ঢালাও বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করে দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু ভোটে গোহারার পর সেই সেন্ট্রাল সিকিউরিটি ধরে রাখাই এখন বিজেপি নেতাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় নিরাপত্তা প্রাপক ৬১ জন বিজেপি নেতা-জনপ্রতিনিধিদের সুরক্ষা নিয়ে দিল্লি থেকে বিশেষ চিঠি আসে নবান্নে। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আবেদন করা হয়, সংশ্লিষ্টদের নিরাপত্তার দায়িত্ব নিক রাজ্য। পর্যায়ক্রমে নিরাপত্তা বেষ্টনি থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দিল্লি। রাজ্য সরকারও অবস্থান স্পষ্ট করে দিয়েছে। যাকে-তাকে নিরাপত্তা দেওয়া হবে না, সাফ বার্তা নবান্নের। রাজ্য জানিয়েছে, আবেদনকারী প্রত্যেক বিজেপি নেতার উপর হামলার আশঙ্কার বিষয়টি প্রথমে খতিয়ে দেখা হবে। রিপোর্ট সন্তোষজনক হলে তবেই নিরাপত্তা পাওয়া যাবে। এ বিষয়ে বিজেপির এক নেতা বলেন, সামনে উত্তরপ্রদেশের ভোট রয়েছে। সেখানে বিজেপি নেতাদের ঢালাও কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে, তাই বাংলা থেকে ফোর্স তুলে নেওয়া হচ্ছে।     

26th     September,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ