বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

মাওবাদী ইস্যুতে কেন্দ্রের ডাকা বৈঠকে যাচ্ছেন মুখ্যসচিব দ্বিবেদী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাওবাদী ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে যোগ দিতে আজ রবিবার সকালে দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য। মাওবাদী সমস্যা নিয়ে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বৈঠকে ডেকেছেন অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় যাচ্ছেন না। তাঁর পরিবর্তে ওই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যসচিব ও রাজ্য পুলিসের ডিজি। তাঁরা মাওবাদী ইস্যুতে রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করে নিয়ে যাচ্ছেন। সেই রিপোর্ট অনুযায়ী, গত কয়েক বছরে রাজ্যে মাওবাদী হানার কোনও ঘটনা ঘটেনি। রাজ্য পুলিস প্রশাসন সতর্ক আছে। তবে এখনও জঙ্গলমহলে যে আধা সামরিক বাহিনী রয়েছে, তা বহাল রাখা দরকার। 
প্রসঙ্গত, আজকের বৈঠকে মূলত আলোচনা হবে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশার বর্তমান অবস্থা  নিয়ে। ছত্তিশগড়ে এখনও মাওবাদী হানার ঘটনা ঘটছে। যদি বলার সুযোগ পান, তাহলে রাজ্যের বর্তমান অবস্থা তুলে ধরবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের অবস্থা নিয়ে রিপোর্ট করবেন তিনি। 

26th     September,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ