বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সিঙ্গল পোস্ট: বদলি জটিলতা নিয়ে
শিক্ষকদের কিছুটা স্বস্তি দিল দপ্তর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঙ্গল পোস্টের শিক্ষকদের বদলি নিয়ে কিছুটা স্বস্তির কথা শোনাল শিক্ষাদপ্তর। তাঁদের বদলির আবেদন এখন আর পত্রপাঠ খারিজ করতে পারবে না স্কুল পরিচালন কমিটি। ডব্লুবিএসএসসি (জেনারেল ট্রান্সফার, ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড অ্যান্ড অ্যালোকেশন) রুলসের ৬ নম্বর রুলের ২(৬) সাবরুলে যতদিন পরিবর্তন না আসছে, ততদিন তাঁদের বদলির বিষয়টি অভিনব কায়দায় কার্যকর করার অর্ডার দিয়েছে দপ্তর। প্রসঙ্গত বিশেষত উচ্চ মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিকে বহু বিষয়ে একজন করে শিক্ষক থাকায় তাঁরা বদলির জন্য আবেদন করতে পারছিলেন না। নিয়মবিধিও সেই বদলির বিপক্ষেই ছিল।
কীভাবে কার্যকর করা যাবে এই বদলি? ডিআইদের বলা হয়েছে, এমন বদলির আবেদন এলে তাঁরা স্কুলশিক্ষা কমিশনারেটে জানাবেন। যদি দেখা যায়, শিক্ষকের বদলির আবেদনের কারণ যথাযথ, তাহলে ডিআই সঙ্গে সঙ্গে কাছাকাছি স্কুল থেকে একই বিষয়ের শিক্ষক খুঁজবেন। সেই শিক্ষক সপ্তাহে কয়েকদিন সেই স্কুলে গিয়ে ক্লাস নেবেন যেখানকার শিক্ষক বদলি নিচ্ছেন। ওই পদে স্থায়ী শিক্ষক না আসা পর্যন্ত এই ব্যবস্থা চলবে। এই ব্যবস্থা করার পরে ডিআই সেটা কমিশনারেটকে জানাবেন। কমিশনারেট সেটা স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল শিক্ষাদপ্তরকে জানিয়ে রাখবে। ডিআইদের এই বন্দোবস্ত সাতদিনের মধ্যে সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যবস্থা গ্রহণের পরে দু’টি স্কুলের প্রধানকেই বিষয়টি জানাবেন। তারপরে সেই আবেদনপত্র ডিআইরা পাঠাবেন স্কুল সার্ভিস কমিশনে। কমিশন তা যাচাই করে পাঠাবে পর্ষদে। তারপর পর্ষদ নতুন স্কুলে যোগদানের চূড়ান্ত অর্ডার জারি করবে। স্কুলশিক্ষা কমিশনারের ওই আদেশে ইঙ্গিত রয়েছে, খুব তাড়াতাড়ি বদলি বিধিতে স্থায়ী সংশোধনও আনা হবে।  

23rd     September,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ