বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

শনিবার থেকে বাড়বে বৃষ্টির মাত্রা,
পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য
ফের নিম্নচাপের পূর্বাভাস

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী শুক্রবার নাগাদ ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপটির অভিমুখ ওড়িশা উপকূলের দিকে থাকলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলা দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় শনিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রবি ও সোমবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম প্রভৃতি জেলার বেশিরভাগ জায়গায় বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও ওই দু’দিন  ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে এমনিতেই দুই মেদিনীপুর সহ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় ফের দক্ষিণবঙ্গে ফের ভারী বর্ষণের আশঙ্কা তৈরি হওয়ায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বুধবার জেলাপ্রশাসনগুলিকে সতর্ক করেছেন। বিপর্যয় মোকাবিলা নিয়ে এদিন নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ও মুর্শিদাবাদের দুটি বিধানসভার নির্বাচন আছে। জল জমার ফলে যাতে ভোটে কোনও বিঘ্ন না হয় তার জন্য‌ কলকাতার পুরসভার কমিশনার বিনোদ কুমার ও মুর্শিদাবাদের জেলাশাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। ভবানীপুর এলাকায় কিছু নিচু জায়গায় জল জমে। সেখানে বিশেষ নজর রাখতে কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য এনডিআরএফ-কে প্রস্তুত রাখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবালপুরে নির্বাচনী সভায় বলেন, ৩০ বছরে এত বেশি বৃষ্টি হয়নি। একদিকে, অতিবৃষ্টি জনিত পরিস্থিতি সামলানোর সময় ফের অন্য জায়গায় নতুন করে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। 
নবান্ন থেকে বৈঠকে মুখ্যসচিব দক্ষিণবঙ্গের জেলাশাসকদের আরও ত্রাণশিবির খোলা, নদী-সমুদ্রের তীর থেকে মানুষকে আগাম নিরাপদ জায়গায় সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। দুর্যোগে যাতে কোনও মৃত্যু না হয় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। ত্রাণশিবিরগুলিতে পর্যাপ্ত খাদ্য, ওষুধ, প্রভৃতি আগাম মজুত রাখার নির্দেশ দেন তিনি। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসকদের লাল সতর্কতা জারি করে কাজ করতে বলা হয়েছে। কারণ ওই দুই জেলা একেবারে উপকূল সংলগ্ন হওয়ায় সেখানে ক্ষতির আশঙ্কা বেশি।  সেচদপ্তরের আধিকারিকদের নদীবাঁধের দিকে বিশেষ নজর রাখার নির্দেশ দেন মুখ্যসচিব। 
কয়েকদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে বুধবার নিম্নচাপ হিসেবে ঝাড়খণ্ডের উপর অবস্থান  করছিল। এটি মধ্য ভারতের দিকে যাচ্ছে। কিন্তু এদিনও নিম্নচাপের প্রভাবে পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় এদিনের বৃষ্টির জন্য এই নিম্নচাপটির পরোক্ষ প্রভাব ছিল। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কলকাতায় বৃষ্টির মেঘ সঞ্চার হয়। দখিনা বাতাস বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসছে। নিম্নচাপের সঙ্গে থাকা নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমি অক্ষরেখার উপস্থিতি দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধি করেছে। 
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মায়ানমার উপকূল ও সংলগ্ন মারতাবান উপকূলে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।  এটি উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে আসবে। আগামী শুক্রবার সন্ধ্যা নাগাদ এটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি ওড়িশা উপকূলের দিকে এগবে। নিম্নচাপজনিত দু্র্যোগের জেরে দক্ষিণবঙ্গে নদীর জলস্তর বৃদ্ধি, নিচু এলাকা জলমগ্ন হওয়া এবং মাঠে থাকা ফসলের ক্ষতির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  

23rd     September,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ