বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

‘শারদ পাওয়ার কখনই আমাদের
গুরু নন’, মন্তব্য শিবসেনা নেতার

মুম্বই (পিটিআই): শারদ পাওয়ার কখনই আমাদের গুরু হতে পারে না। যিনি পিছন থেকে ছুরি মারেন, তিনি এই সম্মান পাওয়ার যোগ্য নন। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন শিবসেনা নেতা অনন্ত গীতে। গীতের মন্তব্য যাতে জোট সরকারের সমীকরণে কোনও প্রভাব না ফেলে তার জন্য তড়িঘড়ি আসরে নামতে হয় শিবসেনাকে। অনন্ত গীতের বক্তব্যের সঙ্গে যে দলের কোনও সম্পর্ক নেই, তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘পাওয়ার একজন জাতীয় নেতা। আমরা রাজ্যে একসঙ্গে সরকার গড়েছি। এই সরকারের স্তম্ভ হলেন পাওয়ার। জোট ভালোই কাজ করছে। গীতের মন্তব্য একান্তই ওঁর ব্যক্তিগত।’ 
সোমবার রায়গড়ে এক জনসভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত গীতে বলেন, ‘কংগ্রেসকে পিছন থেকে ছুরি মেরেই এনসিপি তৈরি হয়েছে। তাই উনি কখনই আমাদের গুরু হতে পারেন না। আমাদের গুরু একজনই— প্রয়াত বালাসাহেব থ্যাকারে। শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি মিলে যে মহা বিকাশ আঘাড়ি (এমভিএ) জোট গড়া হয়েছে, তা ক্ষমতায় দখলের জন্য একটা রফা মাত্র।’ অনন্ত গীতে বলেছেন, শিবসেনা নেতৃত্বাধীন জোট সরকার সম্পর্কে তাঁর কোনও দূরভিসন্ধি নেই। সরকার যতদিন ঠিকঠাক চলছে, চলবে। জোট ভেঙে গেলে শিবসেনা যেমন ছিল, তেমনই থাকবে। তাঁর প্রশ্ন, কংগ্রেস তো কংগ্রেসই। কিন্তু, এনসিপি তো কংগ্রেস। এই দু’টি দলের নীতি তো  একই। তাও এরা যদি কখনও এক হতে না পারে, তাহলে শিবসেনা কীভাবে কংগ্রেসের নীতির সঙ্গে একমত হবে? গীতের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতেই ড্যামেজ কণ্ট্রোলে নামেন সঞ্জয় রাউত। এই মন্তব্য একান্তই গীতের ব্যক্তিগত বলে তিনি হাত ধুয়ে ফেলতে চেয়েছেন। 

22nd     September,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ