বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

এখন ক্যাম্পাস খোলার পক্ষপাতী নন শিক্ষকরা
পড়ুয়াদের সঙ্গে ভিন্নমত জুটার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধিকাংশই এই মুহূর্তে ক্যাম্পাস খোলার পক্ষপাতী নন। সদস্যদের মধ্যে সমীক্ষার পরে মঙ্গলবার এই তথ্য দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা)। অর্থাৎ, ছাত্র সংসদগুলি (বিশেষ করে ফেটসু) যে দাবিতে আন্দোলন করছে, তার পুরো উল্টোপথেই হাঁটছে অধ্যাপকদের মত।
অধিকাংশ শিক্ষকই জানিয়েছেন, পুজোর আগে ক্যাম্পাস খোলার পক্ষে তাঁরা নন। কারণ এই মুহূর্তে কোভিড পরিস্থিতি, বিভাগগুলির প্রস্তুতি এবং পরিবহণ ব্যবস্থা ক্যাম্পাস খোলার উপযোগী নয়। পুজোর পরে ক্যাম্পাস খুললেও শুধুমাত্র ফাইনাল ইয়ারের পড়ুয়াদের ডাকা উচিত। তাও প্রত্যেক পড়ুয়াকে একদিকে ডাকা যাবে না। ক্যাম্পাসে আসার আগে প্রত্যেককে দু’টি ডোজ ভ্যাকসিন নিতে হবে এবং অবশ্যই মাস্ক পরে থাকতে হবে। অনেক শিক্ষক আবার দ্ব্যর্থহীন ভাষাতেই জানিয়ে দিয়েছেন, নিজেদের সুরক্ষা এবং শারীরিক অবস্থার কারণেই তাঁরা ক্যাম্পাসে যেতে রাজি নন। তবে, শিক্ষকদের একটা বড় অংশই চাইছেন, রিসার্চ স্কলাররা টিকার ডোজ সম্পূর্ণ করলে তাঁদের ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেওয়া উচিত। যদিও, এই দাবিগুলি মানতে নারাজ আন্দোলনকারীরা। নামপ্রকাশে অনিচ্ছুক এক পড়ুয়া বলেন, রিসার্চ স্কলারদের বিষয়টির সঙ্গে অধ্যাপকদের নিজের কেরিয়ারের বিষয়টিও জড়িয়ে থাকে। তাই তাঁদের ব্যাপারে দরাজ মনোভাব দেখানো হচ্ছে। সব ফ্যাকাল্টির ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, গবেষক এবং ছাত্র সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠকও ছিল এদিন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, পড়ুয়া, গবেষক এবং অন্যান্যদের টিকাকরণ সম্পূর্ণ করার জন্য দ্রুত ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে হবে। তাতে কর্তৃপক্ষের পাশাপাশি সরকারি প্রতিনিধিদেরও ডাকতে হবে। বিষয়টি উচ্চশিক্ষা দপ্তরের কাছে পাঠানোর কর্তৃপক্ষের কাছে আর্জি জানানো হয়েছে।  কারা আগে টিকা পাবেন, তা ঠিক করবে এগজিকিউটিভ কাউন্সিল নিযুক্ত একটি কমিটি। বিকেন্দ্রিতভাবে টিকা দেওয়ার সম্ভাবনাও খতিয়ে তারা।

15th     September,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ