বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ত্রিপুরায় গণ্ডগোল পাকাতেই সভা করতে যাচ্ছেন অভিষেক: দিলীপ

সংবাদদাতা, মেদিনীপুর: ত্রিপুরায় গণ্ডগোল পাকানোর জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে যাচ্ছেন। মঙ্গলবার মেদিনীপুর ও খড়্গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ সদস্য দিলীপ ঘোষ। তিনি বলেন, এখানে আমাদের কর্মসূচি তো রোজই বাতিল করে দেয়। এখানে একরকম আইন আর ওখানে একরকম আইন, এতো হতে পারে না। এখন করোনা পরিস্থিতি চলছে। জমায়েত করা যাবে না। এখানে করতে দিচ্ছেন না, ওখানে যাচ্ছেন কেন? ওখানের সরকার আইন মানে, তাই ব্যবস্থা নিচ্ছে। এখানে কোনও আইন নেই। দুয়ারে সরকার  আর লক্ষ্মীর ভাণ্ডারের জন্য হাজার হাজার লোককে রাস্তায় নামিয়ে দিচ্ছে। দিলীপবাবু বলেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্রে তথ্য গোপন করেছেন। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। নিয়ম মতো ওঁর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার কথা। অ্যাডভোকেট জেনারেলের ইস্তফা প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের যোগ্য ব্যক্তিরা এই সরকারের সঙ্গে কাজ করতে পারছেন না। অফিসার, আইনজীবী, বিচারপতি তৃণমূলের কেসের সঙ্গে যুক্ত থাকতে পারছেন না। বিচারপতিকেও হুমকি দেওয়া হয়।  দিলীপবাবু বলেন, এবার পুর নির্বাচনে খড়্গপুরে আর বন্দুক ঠেকিয়ে আমাদের লোকদের নিয়ে যাওয়া যাবে না। এখন আমাদের এমপি, এমএলএ আছে। দল অনেক শক্তিশালী। তিনি অভিযোগ তোলেন, এখানে রেলের যে উড়ালপুল হচ্ছে, পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন  বিধায়ক প্রদীপ সরকার সেই কাজ আটকে দিচ্ছেন। ঠিকাদারকে বলছেন, তাঁর কাছে সরঞ্জাম নিতে হবে। সিন্ডিকেট চালাতে চাইছেন।  প্রদীপবাবু অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আসলে সময়মতো উড়ালপুলের কাজ শেষ না হওয়ায় তা আড়াল করার জন্যই এই মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তিনি বলেন, যদি এমন হয়ে থাকে, তাহলে তো পুলিসে অভিযোগ হবে। তা হল না কেন?

15th     September,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ