বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

স্নাতকের একটি বড় অংশের
পড়ুয়ার ভরসা টোকাটুকিতেই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘টোকাই ধর্ম, টোকাই কর্ম, টোকায় নেইকো পাপ’—এই মূলমন্ত্রেই পরীক্ষা-পুজো সারল স্নাতকস্তরের একটা বড় অংশের পড়ুয়া। টুকলির হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ‘বর্তমান’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। করোনার জেরে বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার অনৈতিক সুবিধা নিতে পিছপা হননি এই পড়ুয়ারা। বিষয় এবং সেমেস্টার নির্বিশেষে একই ছবি দেখা গিয়েছে।
অনেক গ্রুপে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে। আর সঙ্গেই সঙ্গেই বই ঘেঁটে তার উত্তর খোঁজা শুরু হয়ে গিয়েছে। অনেকে রীতিমতো উত্তর লিখেও পাঠিয়ে দিয়েছেন। এমনকী, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর গোপন করার কথাও ভাবেননি। এতটাই আত্মবিশ্বাস গ্রুপের গোপনীয়তা নিয়ে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি বিষয়ক গ্রুপ যেমন রয়েছে, তেমনই রয়েছে আলাদা আলাদা পেপারের গ্রুপ। যেমন, ফিজিক্সে যাঁদের ইলেকট্রিক্যাল সার্কিটস রয়েছে, যাঁদের ম্যাথামেটিক্যাল ফিজিক্স রয়েছে, তাঁদের আলাদা আলাদা গ্রুপ রয়েছে। ফিজিক্স অনার্সের চতুর্থ সেমেস্টারের এমনই একটি গ্রুপের ‘অ্যাডমিন’ তন্ময় রায়চৌধুরী (নাম পরিবর্তিত)। তিনি অবশ্য আরও অনেক গ্রুপ চালাচ্ছেন। টুকলির গ্রুপ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পরে অনেকেই বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। গ্রুপ ছেড়ে যাচ্ছিলেন অনেকে। তন্ময় তাঁদের অভয় দেন। আর একটি কৌশল বের করেন। তাতে তিনি বারবার সেই গ্রুপে যুক্ত হওয়ার হোয়াটসঅ্যাপ লিঙ্ক বারবার রিসেট করে গিয়েছেন। এতে চট করে বাইরের কেউ যুক্ত হতে পারবেন না। তিনি গ্রুপের সদস্যদের জন্যও বেশ কিছু নিয়মনীতি বেঁধে দিয়েছেন তিনি। গ্রুপের লিঙ্ক বাইরে পোস্ট না করা, পিডিএফ ফর্ম্যাটে প্রশ্ন বা উত্তরপত্র পাঠানো (যাতে স্ক্রিনশট তুললে বোঝা না যায়), স্পর্শকাতর কোনও তথ্য যা থেকে ভবিষ্যতে কেউ সমস্যায় পড়তে পারে, সেগুলি ডিলিট করে দেওয়া প্রভৃতি রয়েছে। এছাড়াও, পরীক্ষার সময় ছাড়া বেশিরভাগ সময়েই গ্রুপের কমেন্ট বক্স নিষ্ক্রিয় করে রাখছেন তিনি। তার ফলে অন্য কেউ কিছু লিখতে পারছেন না। কলকাতার নামী একটি কলেজের অধ্যক্ষ বলেন, এ-ধরনের পড়ুয়াদের জন্যই বাকিদের বদনাম হচ্ছে। পরীক্ষা ব্যবস্থাটাকেই প্রহসন বানিয়ে ফেলছে এরা। এদের পরিচয় সামনে আসা উচিত। প্রয়োজনে ফেল, এদের পরীক্ষায় বসতে বাধ্য করতে হবে। না-হলে পরিশ্রমী, মেধাবী এবং সততার সঙ্গে পরীক্ষায় বসা ছাত্রছাত্রীরা বঞ্চিত হবে।

5th     August,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ