বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ইজ অব ডুয়িং বিজনেসে ৪টি
স্কচ পুরস্কার প্রাপ্তি রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ইজ অব ডুয়িং বিজনেস’এ  অনলাইন পদ্ধতিকে সুচারুভাবে ব্যবহার করে শহর ও গ্রামীণ এলাকার মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার স্বীকূতি স্বরূপ ঐতিহ্যের ‘স্কচ অ্যাওয়ার্ড’এ ভূষিত হল রাজ্য সরকার। শিল্পসাথী, ই-নথিকরণ, অটো রিনিউয়াল অব সার্টিফিকেট এবং অনলাইনের মাধ্যমে গ্রামীণ এলাকায় ট্রেড লাইসেন্স প্রদানের মতো চারটি ক্ষেত্রেই এই পুরস্কার পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকার ক্ষুদ্র, কুটির, মাঝারি শিল্প (এমএসএমই) এবং বস্ত্র দপ্তরের এই চারটি প্রকল্পই জাতীয় পর্যায়ে স্বীকূত হওয়ার উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। নিজের সেই উচ্ছ্বাসকে ট্যুইটারে প্রকাশ করেছেন তিনি। সাফল্যের এই চারকাহন নিয়ে মঙ্গলবার দুপুরে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। এমএসএমই দপ্তর সূত্রে জানা গিয়েছে, গোটা রাজ্যের সব শহর এলাকায় অনলাইনের মাধ্যমে এনলিস্টমেন্ট সার্টিফিকেটের অটো রিনিউয়াল পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মিলেছে স্কচ স্বর্ণ পদক। শিল্পসাথী প্রকল্পে ‘এক জানলা নীতি’ প্রয়োগের ক্ষেত্রেও  সাফল্যের স্বীকৃতি মিলেছে, রাজ্য পেয়েছে প্ল্যাটিনাম পদক। একইভাবে ই-নথিকরণ এবং ই-সাবমিশন অব ডিডস এবং পঞ্চায়েত এলাকায় অনলাইনে ট্রেড লাইসেন্স প্রদানের ক্ষেত্রে এমএসএমই দপ্তরের সাফল্যের স্বীকৃতি মিলেছে দুটি ক্ষেত্রেই রজত পদক প্রাপ্তির মধ্যে দিয়ে।  

4th     August,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ