বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

একাধিক নিম্নচাপ, তবুও জুলাইয়ে
রাজ্যে বৃষ্টির ঘাটতি পূরণ নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে তার প্রভাবে দক্ষিণবঙ্গে জুলাই মাসে বৃষ্টির ঘাটতি মিটবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপটির প্রভাব কাল, শনিবার পর্যন্ত থাকতে পারে। এজন্য দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, নিম্নচাপটির যা অবস্থান তাতে ওড়িশা, অন্ধ্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, বিদর্ভে বৃষ্টি তুলনামূলকভাবে বেশি হবে। আগামী ২৭ জুলাইয়ের আশপাশে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন। তবে তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পাবে কি না, তা নির্ভর করছে নিম্নচাপটির অবস্থানের উপর। প্রসঙ্গত, বর্ষাকালে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবণতা থাকে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাওয়া অনেকটাই নির্ভর করে এই নিম্নচাপগুলির উপর। মূলত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপগুলি তৈরি হয়। অধিকাংশ নিম্নচাপের প্রভাব বেশি পড়ে ওড়িশার উপর। জুলাই মাসের প্রথম নিম্নচাপটির প্রভাবও ওড়িশার উপরই বেশি পড়েছিল। ওই নিম্নচাপটি ওড়িশা হয়ে মধ্য ভারতের দিকে চলে যায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একাধিক নিম্নচাপের প্রভাবে জুন মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গেও মাসের শেষ দিকে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাওয়ায় ঘাটতি কমে। কিন্তু জুলাই মাসে এখনও পর্যন্ত গোটা রাজ্যে সার্বিকভাবে বৃষ্টির ঘাটতি রয়েছে। রাজ্য কৃষিদপ্তর সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী ২২ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ৩০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে কম হয়েছে ১৫ শতাংশ। কয়েকটি জেলায় ৪০-৫০ শতাংশ, কোথাও তারও বেশি ঘাটতি রয়েছে। দক্ষিণ দিনাজপুরে ৬১ শতাংশ, উত্তর দিনাজপুরে ৪২ শতাংশ, মালদহে ৪৮ শতাংশ, নদীয়ায় ৪৪ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৫০ শতাংশ, হুগলিতে ৪০ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৩২ শতাংশ ঘাটতি হয়েছে। খরিফ ফসল, বিশেষ করে আমন ধান চাষের জন্য জুন-জুলাই মাসের বৃষ্টির বিশেষ প্রয়োজন। এই সময় বৃষ্টির ঘাটতি থাকায় চিন্তা বাড়ছে কৃষি বিশেষজ্ঞদের।

23rd     July,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ