বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

আজ জামাই ষষ্ঠী, পূর্ণদিবস
ছুটি ঘোষণা রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার জামাই ষষ্ঠী। মঙ্গলবার নবান্ন থেকে এক নির্দেশিকা প্রকাশ করে বুধবার পূর্ণদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য সরকারের সব দপ্তর তো বটেই, এমনকী রাজ্যের সমস্ত বিভাগ ও অধীনস্থ সংস্থাগুলিতেও জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি থাকবে বলে জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই তাঁর সরকার জামাই ষষ্ঠীতে হাফ ছুটি ঘোষণা করত। এবার পূর্ণদিবস ছুটি দিল। এ দিন সরকারের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে যেসব রাজ্য সরকারি অফিস, শহুরে ও গ্রামীণ প্রতিষ্ঠান, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তা বুধবার পুরোপুরি বন্ধ থাকবে জামাই ষষ্ঠী উপলক্ষে।
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে রাজ্যে বহাল রয়েছে বিধিনিষেধ। সোমবার কিছু শিথিলতা সহ ওই বিধিনিষেধের মেয়াদ ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বিবৃতি জারি করে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি অফিসে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করা যাবে। কিন্তু জামাই ষষ্ঠীর ছুটি ঘোষণা করায় কার্যত সেই নির্দেশিকা একদিন পিছিয়ে গেল। এদিকে, এই সময়ে গণপরিবহণ পুরোপুরি বন্ধ থাকবে। কী করে কর্মচারীরা অফিসে যাবেন, তাই নিয়ে মাথায় হাত পড়েছে তাঁদের।

16th     June,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ