বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

তৃতীয় ঢেউয়ের শঙ্কায় মহিলা ও শিশুদের
জন্য রাজ্যে চিহ্নিত করা হচ্ছে দশ হাজার বেড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার তৃতীয় ঢেউ সামলাতে তিন মাস থেকে ১২ বছরের শিশু ও কিশোর-কিশোরীদের জন্য দশ হাজার জেনারেল মহিলা বেড চিহ্নিত করছে রাজ্য সরকার। মৃদু এবং মাঝারি উপসর্গযুক্ত ওই বয়সি শিশু ও কিশোর-কিশোরীরা সেখানে ভর্তি হবে। কোভিড আক্রান্ত মহিলাদেরও সেখানে চিকিৎসা হবে। এরই পাশাপাশি মোট এস এন সি ইউ বেডের ২০ শতাংশ বা প্রায় ৩৫০টি কোভিড বেড রাখা হবে মৃদু থেকে আশঙ্কাজনক অবস্থার কোভিড আক্রান্ত শিশুদের জন্য (০- তিন মাস)। পাশাপাশি বিভিন্ন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে ১৩০০ বেড কোভিড আক্রান্ত আশঙ্কাজনক কিশোর-কিশোরীদের চিকিৎসার জন্য পিকুতে রূপান্তরিত করা হবে। সোমবার এক নির্দেশনামায় একথা জানিয়েছে স্বাস্থ্যভবন।
এদিকে, স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কমে হয়েছে ৩৫১৯ জন। মারা গিয়েছেন ৭৮ জন। কলকাতায় মৃত্যুর সংখ্যা আগের থেকে অনেক কমে হয়েছে ১১। অন্যদিকে, তোসিলিজুমাব কাণ্ডে অভিযুক্ত কলকাতা মেডিক্যাল কলেজের সিস্টার ইনচার্জ সুনীতা ভৌমিককে কোচবিহারের মাথাভাঙায় বদলি করা হয়েছে। এদিন বিশ্ব রক্তদাতা দিবসে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ দিতে এবং রক্ত সংকট কমানোর লক্ষ্যে অভিনব কর্মসূচি নিয়েছে একটি বেসরকারি হাসপাতাল গোষ্ঠী। ওই হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান করলে দাতার ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করা হবে বা স্লট অবশ্যই পাবেন। তবে যেহেতু উপহারের বিনিময়ে রক্তদানে নিষেধ আছে, ভ্যাকসিন নিতে হবে টাকা দিয়েই। এছাড়া এম আর বাঙ্গুর কোভিড হাসপাতালের চারতলার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওয়ার্ডের বাইরে এদিন একটি ওয়াল ফ্যান জ্বলে ধোঁয়া এবং গন্ধ বেরতে আরম্ভ করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর যায় পুলিস এবং টালিগঞ্জ  দমকল অফিসে। তারা আসার আগেই অবশ্য স্বাস্থ্যকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে দেন। দমকলকর্মীরা ওয়ার্ডে এসে পরীক্ষা-নিরীক্ষা করে যান। অন্যদিকে, এদিনও রাজ্য সরকারের করোনা বুলেটিনের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করে স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠিয়েছে সিপিএমপন্থী ডাক্তারদের সংগঠন।

15th     June,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ