বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

কলকাতায় রেমডেসিভিরের
কালোবাজারি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার জেরে দেশজুড়ে তৈরী হয়েছে ভয়াবহ পরিস্থিতি। করোনা ভ্যাকসিন থেকে শুরু করে  করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ও সরঞ্জাম নিয়েও শুরু হয়ে গিয়েছে  কালোবাজারি। এই অতিমারী পরিস্থিতিতে দিশেহারা রাজ্যবাসীর কাছে বর্তমানে অমূল্য সম্পদ রেনডেসিভির। আর তাই এই ওষুধটিকে নিয়েও আসরে নেমে পড়েছেন কালোবাজারিরা। এই কারবারে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তারও করেছে একবালপুর থানার পুলিস। পুলিস সূত্রে খবর, ২,৭০০ টাকা দামের প্রতি ভায়ালের জন্য ২৫ হাজার টাকা চাওয়ার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।
পুলিস জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল,  বুধবার রাতে প্রথমে ২ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা হল রাজ কুমার রায়চৌধুরি (৪৭) এবং ইন্দ্রজিৎ হাজরা (৪১)। রাজ কসবা ও ইন্দ্রজিৎ সাহাপুর কলোনির বাসিন্দা। এদের ডায়মন্ড হারবার রোড থেকে গ্রেপ্তার করা হয়।  ধৃতদের জিজ্ঞাসাবাদের পর হেস্টিংস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এদের আরও এক শাকরেদ দেবব্রত সাহু (৩৬) নামক আরও একজনেকে। ধৃতদের কাছ থেকে সব মিলিয়ে ১০০ এমজির ১৩২ ভায়াল রেমডেসিভির উদ্ধার হয়েছে। যা তারা কালোবাজারির জন্য নিজেদের কাছে মজুত রেখেছিল। অন্যদিকে, করোনাকালে ওষুধের কালোবাজারি রুখতে সব রাজ্যকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে আজ সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র।

13th     May,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ