বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

২ বিজেপি বিধায়কের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০০ আসনের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। সাকুল্যে জুটেছে ৭৭টি। তাই নবান্ন দখলের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বিজেপির। খোয়াব দেখতে গিয়ে দলের চার এমপিকে বিধানসভা ভোটের লড়াইয়ে নামিয়েছিল নেতৃত্ব। তাঁদের মধ্যে দু’জন গোহারা হেরেছেন।  স্বপ্নপূরণ না-হওয়ায় জয়ী বাকি দুই এমপি নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকারও বুধবার বিধায়ক পদে ইস্তফা দিলেন। পদত্যাগপত্র গৃহীত হওয়ার চিঠি নিয়েই সদন ছাড়েন তাঁরা। অধ্যক্ষের সচিবালয় থেকে এই ইস্তফাপত্র সংবলিত নথি নির্বাচন কমিশনে পাঠিয়ে যথাক্রমে দিনহাটা ও শান্তিপুর আসন দু’টি ফের শূন্য হয়ে যাওয়ার কথা বলা হবে। পদত্যাগপত্র জমা দেওয়ার আগে নিশীথ-জগন্নাথ দু’জনেই বলেন, দলের নির্দেশে বিধানসভা ভোটে লড়েছিলাম। নেতৃত্ব ভেবেছিল, আমরা ক্ষমতায় আসব। এখন আমাদের বিধায়ক পদ ছাড়তে বলা হল। আমরা সেই নির্দেশই পালন করলাম। ওই দু’টি কেন্দ্রকে উপনির্বাচনের পথে ঠেলে দেওয়ার দায় কি দল নেবে? দুই সাংসদ বলেন, নেতৃত্বের পরিকল্পনা ভোটের আগে একরকম ছিল। এখন আমাদের সাংসদ থাকা প্রয়োজন বলে মনে করেছে তারা। তবে যে-কোনও একটি পদ ছাড়তেই হতো।

13th     May,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ