বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

দ্বিতীয় ডোজ টিকাকরণে দেশের
মধ্যে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ

নয়াদিল্লি ও নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার দ্বিতীয় ডোজের টিকাকরণে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রবিবার এমনটাই জানালেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। এদিন রাজ্যে ৫৩৯টি সরকারি এবং ১৮টি বেসরকারি টিকাকরণ কেন্দ্র খোলা ছিল। মোট ৯ হাজার ৯৭০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। রাজ্যে এ পর্যন্ত মোট ১ কোটি ১৯ লক্ষ ৬৩ হাজার ৫৩২ ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি, ভ্যাকসিনের জোগান কম থাকায় রাজ্য সরকার দ্বিতীয় ডোজের উপর জোর দিয়েছে। আর এই টিকাকরণে দ্বিতীয় স্থান দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ করোনা ভ্যাকসিনের ১ কোটি ২২ লক্ষ ৭৪ হাজার ২০০টি ডোজ পেয়েছে। রাজ্যে টিকা নষ্টের পরিমাণ খুবই সামান্য। আর সেকারণেই প্রায় সাড়ে তিন লক্ষ ডোজ সাশ্রয় করতে পেরেছে সরকার। সবমিলিয়ে রাজ্যের হাতে প্রায় সাড়ে ছ’লক্ষ ডোজ রয়েছে। আজ সোমবার রাজ্যে আরও ৩ লক্ষ ৯৫ হাজার ডোজ আসতে পারে।
অন্যদিকে, দেশজুড়ে সুষ্ঠু অক্সিজেন সরবরাহের লক্ষ্যে সুপ্রিম কোর্ট ১২ সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে। রবিবার সেই টাস্ক ফোর্সের প্রথম বৈঠক হয়। সদস্যরা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এবং কেন্দ্রীয় সচিব (এমওআরটিএইচ) গিরিধর আরমান। সেখানে করোনা মোকাবিলায় বিভিন্ন মন্ত্রকের কাজের প্রশংসা করে অক্সিজেন উৎপাদন এবং সরবরাহ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

10th     May,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ