বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ভ্যাকসিনের অভাব, জনস্বার্থে মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভ্যাকসিনের অপ্রতুলতা, অক্সিজেনের অভাব ও কালোবাজারি এবং করোনা রোগীদের জন্য হাসপাতালে শয্যার অভাবের প্রতিকার চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে মঙ্গলবার কোনও আইনজীবী হাজির না থাকায় ৬ মে মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে, ভোট পরবর্তী সময়ে রাজ্যজুড়ে হিংসাত্মক ঘটনার বাড়বাড়ন্তের প্রতিকার চেয়ে হওয়া জনস্বার্থ মামলাটির শুনানি ৫ মে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে হবে বলে জানিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে মামলায় করা হয়েছে। রাজ্য ও কলকাতা পুলিসকে উপযুক্ত সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে। অনলাইনে অভিযোগ নিতে পুলিসকে কন্ট্রোল রুম খুলতে বলার নির্দেশ দিতে আবেদন করা হয়েছে। কারণ ক্ষতিগ্রস্তরা আতঙ্কে থানাতেও যেতে পারছেন না।

5th     May,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ