বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

করোনা সংক্রমণের জের
ব্যাঙ্কের কাজের সময় কমাতে মামলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছর করোনা সংক্রমণের প্রথম পর্বে ব্যাঙ্কের কাজের সময় কমানো হয়েছিল। কিন্তু, এবার পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত সরকারি স্তর থেকে কোনও নির্দেশিকা বা গাইডলাইন জারি করা হয়নি। অথচ বহু মানুষের নিত্য আনাগোনার ফলে ব্যাঙ্কগুলিকে ‘সুপার স্প্রেডার’ হিসেবে ধরা হয়। মঙ্গলবার এই সম্পর্কিত জনস্বার্থ মামলাটি শুনানির জন্য উঠলেও তা ৬ মে পর্যন্ত মুলতুবি হয়েছে।  মামলাকারী শান্তনু বসুর বক্তব্য, গত বার লকডাউন ঘোষিত হওয়ার পরই, ২৫ মার্চ ব্যাঙ্কের কাজের সময় সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত করে দেওয়া হয়েছিল। এই বছরের মার্চ মাসে যা শিথিল করা হয়। তারপর থেকে পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হওয়ায় স্টেট লেভেল ব্যাঙ্কিং কমিটি (এলএসবিসি) যে গাইডলাইন দিয়েছে, তা তারা নিজেরা ও কিছু বেসরকারির সংস্থা অনুসরণ করছে। কিন্তু, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির জন্য কেউ কোনও সাড়াশব্দ করছে না। যদিও এসএলবিসি রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের কাছে এই প্রসঙ্গে পদক্ষেপ চেয়ে আবেদন করেছিল। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন একই কারণে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে ২২ এপ্রিল স্মারকলিপি দিয়েছে। কিন্তু, কোনও লাভ হয়নি। আদালতকে জানানো হয়েছে, ভোট পরবর্তী সময়ে করোনা সংক্রমণের হার যেভাবে বেড়েছে, সেখানে সুপার স্প্রেডার হিসেবে চিহ্নিত ব্যাঙ্কের কাজের সময় অবিলম্বে কমানো দরকার। সরকারি ও অন্যান্য প্রশাসনিক ক্ষেত্রগুলিকে যেভাবে ৫০ শতাংশ লোকবল নিয়ে কাজ করতে বলা হচ্ছে, ব্যাঙ্কের ক্ষেত্রেও এমন নির্দেশিকা বা গাইডলাইন দেওয়া হোক।

5th     May,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ