বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ভোটের জন্য থমকে আছে ধান কেনা,
বোরো ধান ওঠার অপেক্ষায় খাদ্যদপ্তর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটপর্ব চলার জন্য সরকারি উদ্যোগে ধান সংগ্রহের প্রক্রিয়া এখন অনেকটাই থমকে গিয়েছে। গত বেশ কিছুদিন ধরে সরকারি স্থায়ী কেন্দ্রগুলিতে মূলত কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছিল। রাজ্যের বিভিন্ন জেলায় সাড়ে তিনশোর কিছু বেশি স্থায়ী কেন্দ্র চলছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, স্থায়ী ক্রয় কেন্দ্রগুলির কর্মীদের অনেকে ভোট কর্মীর দায়িত্ব পেয়েছেন। এই কারণে ধান কেনার কাজ কিছুটা ধীরগতিতে চলছে। তবে চলতি খরিফ মরশুমে এখনও পর্যন্ত যে পরিমাণ ধান কেনা হয়েছে, তা থেকে উৎপাদিত চাল দিয়ে চলতি বছরে রেশনের চাহিদা মেটাতে কোনও সমস্যা হবে না বলে খাদ্যদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। ইতিমধ্যে ৩৮ লক্ষ টনের কিছু বেশি ধান কেনা হয়েছে। রাজ্য সরকারের ধান কেনার লক্ষ্যমাত্রা অবশ্য ৪৬ লক্ষ টন। কেনার জন্য এখনও ছ’ মাসের বেশি সময় রয়েছে। খাদ্যদপ্তর সূত্রে খবর, মে মাসে ভোটপর্ব শেষ হওয়ার পর নতুন বোরো ধান উঠতে শুরু করবে। বোরো ধান ওঠার পর ফের জোরকদমে ধান সংগ্রহ শুরু হবে।

16th     April,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ