বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

কমিশনকে তোপ দাগল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলার ভোটে বিতর্কিত ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন। শীতলকুচির গুলি-কাণ্ডে কমিশনকে বিভ্রান্তিকর রিপোর্ট দিয়েছেন রাজ্যের পর্যবেক্ষকরা। তার উপর ভিত্তি করেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশে দাঁড়িয়েছে কমিশন। অথচ সত্যি খোঁজার কোনও চেষ্টাই করা হয়নি। রাজ্যের ভোট আবহে নির্বাচন কমিশনকে ঠিক এভাবেই একপ্রকার নজিরবিহীনভাবে আক্রমণ করেছে সিপিএম তথা বামেরা। আজ, শুক্রবার রাজ্যে কমিশনের সর্বদলীয় বৈঠকের আগে সিপিএমের এহেন অভিযোগকে রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সিপিএমের সর্বভারতীয় মুখপত্র ‘পিপলস ডেমোক্রেসি’র সাম্প্রতিক ইস্যুর সম্পাদকীয় নিবন্ধে বিষয়টির উল্লেখ করা হয়েছে। সেখানে স্পষ্ট অভিযোগ করে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের আট দফার বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা বিতর্কিতই। নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে, তা সুনিশ্চিত করতে পারে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনই। অতীতে বহুবার কমিশন এই কাজ সাফল্যের সঙ্গে করেছে। কিন্তু মনে হচ্ছে, নির্বাচন কমিশনের সেই মর্যাদা বর্তমানে বিপদের সম্মুখীন।

16th     April,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ