বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সুবিচার দিতে শিশু কমিশন চিঠি দিল নির্বাচন
কমিশনকে, থানায় ছুটলেন অনন্যা চক্রবর্তী
নাবালিকা নিগ্রহ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের হাতে যৌন নিগ্রহের অভিযোগের তদন্ত আরও এক ধাপ এগল। মঙ্গলবার দিল্লি থেকে তারকেশ্বর থানায় এসে নিগৃহীতা নাবালিকার সাক্ষ্য নিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর এক শীর্ষকর্তা। সোমবারই নাবালিকাকে জানানো হয়েছিল যে, এদিন তাকে থানায় উপস্থিত হতে হবে। তাঁদের জোর করে আপস মীমাংসা করতে বাধ্য করা হতে পারে, এই আশঙ্কায় নাবালিকার পরিবার খবর দেয় শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীকে। সাক্ষ্য গ্রহণের সময় তাই থানায় উপস্থিত ছিলেন অনন্যাদেবী। তিনি বলেন, দিল্লি থেকে বিএসএফ-এর এক শীর্ষকর্তা এসেছিলেন। ওই অফিসার জানান, সুবিচার পাইয়ে দিতেই তাঁর দিল্লি থেকে আসা। অভিযুক্ত জওয়ানকে বিএসএফের নিজস্ব আদালতে পেশ করা হবে। এদিকে নির্বাচন কমিশনকেও এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। শিশু অধিকার রক্ষা কমিশনের দুই সদস্য মঙ্গলবারই নির্বাচন কমিশনে গিয়ে সেই চিঠি দিয়ে আসেন। তাতে অনন্যাদেবী অভিযোগ এনেছেন, ওই শিশুকে থানার এক মহিলা কনস্টেবল ভয় দেখিয়েছিলেন, যাতে সে শারীরিক পরীক্ষায় সম্মত না হয়। তারপরেও বিভিন্নভাবে চলেছে ভয় দেখানোর পালা। অভিযুক্ত জওয়ানকে চিহ্নিত করা হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। বরং ওই ব্যাটালিয়নের আট জওয়ানকে ফিরে যেতে দেওয়া হয়েছে। ঘটনায় নাবালিকা ও তার পরিবারের বিরুদ্ধে যে বাহিনীর তরফে অভিযোগ দায়ের করা হয়েছে, শিশু কমিশনকে তা চেপে গিয়েছিল থানা। এতে ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে বলে শিশু কমিশনের আশঙ্কা। তাই মুখ্য নির্বাচনী অধিকারিকের কাছে আবেদন জানানো হয়েছে, তিনি যাতে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

14th     April,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ