বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

নন্দীগ্রামে বিজেপির মারে
জখম তৃণমূল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, নন্দীগ্রাম ও আরামবাগ: ২৭ মার্চ, নন্দীগ্রাম। বিজেপি কর্মীদের মারে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন রবীন্দ্রনাথ মান্না (৪৬)। দীর্ঘ লড়াইয়ে হার মানলেন তিনি। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা গেলেন এই তৃণমূল কর্মী। ভোট-সন্ত্রাসের শিকার হলেন তিনি। যে সন্ত্রাসের দ্বিতীয় ঘটনাটি ছিল হুগলির খানাকুলে। ৬ এপ্রিল, মঙ্গলবার রাতে কানু দোলুই (৪৪) নামে এক তৃণমূল কর্মীর উপর হামলায় চালায় বিজেপির লোকেরা। তাঁকে বেধড়ক মারধর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কানুবাবুর মৃত্যু হয় হাওড়ার পাঁচারুল গ্ৰামীণ হাসপাতালে। আজ, শনিবার রাজ্যে চতুর্থ দফার ভোট। তার ঠিক আগে এমন দু’টি দুঃসংবাদ। ফুঁসছে তৃণমূল শিবির। ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ও। পূর্ব বর্ধমানের জামালপুরের এক জনসভায় বলেছেন, ‘ন্যক্কারজনক। রবীন্দ্রনাথকে বিজেপি মেরেছে। যে মেরেছিল, সে বুথ দখলও করেছিল। অথচ, পুলিস তাকে গ্রেপ্তার করেনি।’   
নন্দীগ্রামে দলের ভালো সংগঠক ছিলেন রবীন্দ্রনাথ ওরফে রবীন। গত ২৬ মার্চ বলরামপুর গ্রামে চড়াও হয় বিজেপির হার্মাদ বাহিনী। তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করে তারা। প্রতিবাদে রবীন সহ কৃষ্ণকান্ত জানা, বাবুলাল জানারা পরের দিন থানায় এফআইআর করতে যান। ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রবীনের মাথায় আঘাত করে বলে অভিযোগ। তাঁর চিকিৎসা চলছিল এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। রবীনের নিয়মিত খোঁজখবর নিতেন মমতা। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁর স্ত্রী লক্ষ্মী মান্না ২৪ জন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে এফআইআর করেছিলেন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিস সুপার সুনীলকুমার যাদব জানিয়েছেন, ২৭ মার্চের ঘটনায় অভিযুক্ত দু’জন ধরা পড়েছে। এদিন আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিজেপির সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রলয় পালের দাবি, ‘রবীনের মৃত্যুর সঙ্গে দলের কর্মীদের কোনও যোগ নেই। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এফআইআর করা হয়েছে।’ তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু বলেন, ‘বিজেপি আশ্রিত গুন্ডারাই রবীনকে মেরেছে। এর পরেও কি চুপ করে বসে থাকবে নির্বাচন কমিশন?’
দলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের কথায়, ‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা।’ বিজেপির হিংসার প্রতিবাদে আজ, শনিবার দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত জেলার সবকটি থানার সামনে বিক্ষোভ দেখানো হবে।’ 
এদিকে, কানুবাবুর মৃত্যুতে এদিন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুল ও পুরশুড়ার বিভিন্ন এলাকায়। তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, ‘দোষীদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলন হবে।’ পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ বলেন, ‘এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জের। তৃণমূল রাজনৈতিক স্বার্থে অপপ্রচার করছে।’ 

10th     April,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ