বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ
একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরমের প্রচণ্ড দাবদাহ থেকে স্বস্তি মিলছে না। সকালের আকাশে সূর্যিমামার দেখা মিলতেই হু হু করে বাড়ছে তাপমাত্রা। তবে এবার কিছুটা স্বস্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। কলকাতা, হাওড়া, হুগলি, উঃ-দঃ ২৪ পরগনা, পূঃ-পঃ মেদিনীপুর, পূঃ-পঃ বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী এই জেলাগুলিতে আজ এবং কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামান্য বৃষ্টি হতে পারে পরশুও। তবে বৃষ্টি হলেও গরম থেকে আপাতত সম্পূর্ণভাবে রেহাই কিন্তু মিলছে না। ঝাড়খণ্ডে তাপপ্রবাহের ফলে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও গরম বাড়তে পারে। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আলিপুরদুয়ারে শিলাবৃষ্টির পাশাপশি বইবে ঝোড়ো হাওয়াও।

8th     April,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ